Mohun Bagan: ৫ গোল হজম করে ট্রফি হাতছাড়া করল মোহনবাগান

ট্রফি হাতছাড়া করল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কোয়ার্টার ফাইনালে হজম করল ৫ গোল। ফেডারেশনের অনূর্ধ্ব ১৫ লিগে মোহনবাগানের স্বপ্নভঙ্গ। Football 4 Change Academy দলের…

Mohun Bagan

ট্রফি হাতছাড়া করল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কোয়ার্টার ফাইনালে হজম করল ৫ গোল। ফেডারেশনের অনূর্ধ্ব ১৫ লিগে মোহনবাগানের স্বপ্নভঙ্গ।

Football 4 Change Academy দলের বিরুদ্ধে ম্যাচ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের কিশোর দলের। বাগানের বিরুদ্ধে দাপট বজায় রেখে ম্যাচ শেষ করেছে প্রতিপক্ষ দল। সবুজ মেরুন ব্রিগেডকে পাঁচ গোল দিল Football 4 Change Academy। বাগানের বিরুদ্ধে খেলার ফলাফল ১-৫।

   

East Bengal: দিমিত্রিকে দলে পাওয়ার দৌড়ে মুম্বইকে পিছনে ফেলছে ইস্টবেঙ্গল

আজ সকালে পাঞ্জাবের গুরুনানক স্টেডিয়ামে ছিল ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে ট্রফি জয়ের দিকে আরো এক কদম এগিয়ে যেতে পারতো মোহনবাগান। সমর্থকরা দলের কাছ থেকে ইতিবাচক ফলাফল আশা করেছিলেন। Football 4 Change Academy থামিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেডের অভিযান। মোহনবাগান সুপার জায়ান্টের অনূর্ধ্ব ১৫ দলের হয়ে একমাত্র গোলটি করেছে রিন্টু।

ম্যাচের ১৭ মিনিটে মোহনবাগানের জালে প্রথমবার বল জড়ায় Football 4 Change Academy। রক্ষণের ভুলের সুযোগ নিয়ে দ্রুত আক্রমণ গড়ে তুলে হয় ম্যাচের প্রথম গোল। ৩৬ মিনিটে দ্বিতীয় গোল। মাঠের ডান প্রান্ত থেকে আক্রমণ তৈরি করে অ্যাকাডেমি।

CFL: এক ঝাঁক পাহাড়ি ফুটবল নিয়ে স্কোয়াড সাজাচ্ছে কলকাতার এই ক্লাব

এদিনের ম্যাচের বেশিরভাগ সময় চাপে ছিল মোহনবাগান। নিজেদের বক্স থেকে বল ক্লিয়ার করতে একাধিকবার সমস্যার মুখে পড়েছে দল। সুযোগ কাজের লাগিয়েছে Football 4 Change Academy। অ্যাকাডেমির বাকি তিনটে গোল হয়েছে যথাক্রমে ৫৬ মিনিট, ৮১ মিনিট ও ৯৫ মিনিটে। মোহনবাগানের গোলটি হয়েছে ৭২ মিনিটে।