Mohun Bagan: ‘খামোশ’ মোহনবাগান! ব্যাপার কী

দল বদল সংক্রান্ত আলোচনার ঝড় বইছে। একাধিক ক্লাবকে নিয়ে লাগাতার চলছে আলোচনা। তুলনায় মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে কেন্দ্র করে জল্পনা অনেক কম। সোশ্যাল মিডিয়ায়…

atk mohun bagan supporter

দল বদল সংক্রান্ত আলোচনার ঝড় বইছে। একাধিক ক্লাবকে নিয়ে লাগাতার চলছে আলোচনা। তুলনায় মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে কেন্দ্র করে জল্পনা অনেক কম। সোশ্যাল মিডিয়ায় ফুটবল প্রেমীরা প্রশ্ন তুলছেন, ‘মোহনবাগান এবার এতো শান্ত কেন?’

গতবারের ট্রান্সফার উইন্ডো খোলার যে মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে চলেছিল একের পর এক জল্পনা। ঢেলে দল সাজিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। আন্তর্জাতিক তারকা থেকে শুরু করে ভারতীয় তারকা ফুটবলার, কিছুই বাদ যায়নি। ২০২৩-২৪ মরসুমে তারকা সমৃদ্ধ দল তৈরি করেছিল মোহনবাগান।

Mohun Bagan: কোচ জল্পনায় এখনো আটকে মোহনবাগান!

সবুজ মেরুন শিবিরে বেশিরভাগ ফুটবলার রয়েছেন দীর্ঘ মেয়াদি চুক্তিতে। আগামী দিনের কথা ভেবেই নতুন ফুটবলারদের দলে নেওয়া হয়েছিল। ফলত মোহনবাগান সুপার জায়ান্টের স্কোয়াড অনেকটা তৈরি রয়েছে। যে কোনো ভাল দল গঠন করার জন্য ‘কোর টিম’ থাকা জরুরি। মোহনবাগানের সেটা রয়েছে। ২০২৩-২৪ মরসুমে যে দল ছিল সেই দলের কিছু ফাঁক-ফোকর বোজাতে হবে। ফাঁক-ফোকর বোজানোর জন্য খুব বেশি সাইনিং প্রয়োজন নেই। ফলত গতবারের তুলনায় এবারের দল বদলের বাজারে মোহনবাগানের গতিবিধি কম থাকবে সেটাই স্বাভাবিক।

জেমি ম্যাকলারেনকে নিয়ে দল বদলের বাজার সাময়িক গরম হয়েছিল। কাতার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড থেকে মোহনবাগান সুপার জায়ান্ট জেমিকে দলে নিচ্ছে বলে দাবি করা হয়েছিল। জেসন কামিন্সের পর বাগানে হয়তো আরো এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার যুক্ত হচ্ছে। জেমিকে বাদ দিলে ট্রান্সফার মার্কেটে সবুজ মেরুন ব্রিগেডকে আলোচনা কম। এছাড়া কোচ জল্পনা।

Advertisements

Mohun Bagan: ৫ গোল হজম করে ট্রফি হাতছাড়া করল মোহনবাগান

মোহনবাগানে নতুন ডিফেন্ডার দেখার সম্ভাবনা প্রবল। এছাড়া আসতে পারেন নতুন মিডফিল্ডার। জনি কাউকো অনিশ্চিত। জেমি হয়তো যুক্ত হবেন আর্মান্দো সাদিকুর জায়গায়। রিজার্ভ বেঞ্চ মজবুত করার জন্য দলে নেওয়া হতে পারে তরুণ ভারতীয় ফুটবলারদের।