Durand Cup: জামশেদপুর রওনা হওয়ার আগে কঠোর অনুশীলন বাগানের, যাবেন ম্যাকলারেন?

আগামী ২৩ আগস্ট ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি। আসন্ন এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য জোসে মোলিনার ছেলেদের। সেজন্য গত কয়েকদিন ধরেই জোরকদমে অনুশীলন চালাচ্ছেন সকলে।

Advertisements

যতদূর জানা গিয়েছে, আগামী ২১ তারিখ কোয়ার্টার ফাইনাল খেলার উদ্দেশ্যে জামশেদপুর উড়ে যাবে মেরিনার্সরা। তাঁর আগে দলের সকলকে ভালো মতো দেখে নিতে চাইছেন বাগানের হেডস্যার। কিন্তু এখনও অব্দি মূল দলের সঙ্গে যোগ দেননি অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। সোমবার সাইড লাইনে থেকেই নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। যা কিছুটা হলেও চিন্তায় রাখবে সমর্থকদের।

এই পরিস্থিতিতে আদৌও তাঁকে জামশেদপুর নিয়ে যাওয়া হবে কিনা সেটা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। পরিস্থিতি অনুযায়ী জেমিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বাগান কোচ। তাছাড়া যথেষ্ট চনমনে থাকতে দেখা গিয়েছে দলের বাকি ফুটবলারদের। তবে দল ছাড়াও মাঠ নিয়ে যথেষ্ট চিন্তায় রাখছে ম্যানেজমেন্টকে।

Advertisements

আসলে হঠাৎ করে ম্যাচের ভেন্যু বদলে যাওয়ায়, সঠিক সময়ের মধ্যে খেলোয়াড়দের উপযোগী হোটেল ও মাঠ খুঁজে পাওয়া যথেষ্ট চ্যালেঞ্জ তাঁদের কাছে।