গতবারের মতো এবারও দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথে দুরন্ত ছন্দে ধরা দেয় কলকাতা ময়দানের এই প্রধান। বলাবাহুল্য গতবারের মতো এবার ও আইএসএলের লিগশিল্ড জয়ের দৌড়ে রয়েছে মোহনবাগান। বর্তমানে ২০ ম্যাচ খেলে তাঁদের সংগ্রহে রয়েছে ৪৬ পয়েন্ট। এক্ষেত্রে অন্যান্য দলগুলি তুলনায় অনেকটাই এগিয়ে শুভাশিস বসুরা। তাই মোহনবাগানের শিল্ড জয় করা যে কার্য তো সময়ের অপেক্ষা, সেটা বলাই চলে। হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় দিকেই বছর শুরু করেছিল সবুজ-মেরুন।
তারপর হাইভোল্টেজ ডার্বি ম্যাচ জয়। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের ফুটবলারদের। তবে পরবর্তীতে টানা দুইটি ম্যাচে আটকে যেতে হয়েছিল দিমিত্রি পেত্রাতোসদের। যদিও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি বাগান ব্রিগেডের। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ছন্দে ফিরেছিল দল। তারপর থেকেই একের পর এক ম্যাচে জয়। গত ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসিকে আটকে দিয়েছিল জোসে মোলিনার ছেলেরা। সেই নিয়ে যথেষ্ট খুশি সকল সমর্থকরা। সুচি অনুযায়ী আগামী ১৫ই ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলছে নামবে মোহনবাগান।
তাঁর আগে গোটা দলকে দিন চারেকের ছুটি দিয়েছিলেন বাগান কোচ জোসে মোলিনা। সেইমতো গত কয়েকদিন নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন দলের সকল ফুটবলাররা। তবে যতদূর খবর আগামী সোমবার থেকেই ফের অনুশীলন শুরু করবে মোহনবাগান। রিকভারি সেশনের পাশাপাশি কেরালা ম্যাচের প্রস্তুতি শুরু করবে মেরিনার্সরা। এই ম্যাচে জয় আসলেই আর ও এগিয়ে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট।
সেইমতো নিজেদের প্রস্তুত করার লক্ষ্য থাকবে সকলের। যতদূর খবর, আগামী ১৪ই ফেব্রুয়ারি কেরালা উড়ে যাবে গোটা দল। তারপর পরবর্তী অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে জেসন কামিন্সরা।