আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। অন্যান্য বছর গুলিতে দুইটি লেগের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার মূলত একটি লেগেই পরিচালিত হবে এই সর্বভারতীয় ফুটবল লিগ। সেদিকে নজর রেখেই গত কয়েক সপ্তাহ আগে থেকে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী ফুটবল দল গুলি। তবে এক্ষেত্রে বাকিদের তুলনায় প্রথম থেকেই সকলের দৃষ্টি আকর্ষণ করে আসছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নতুন বছরের তৃতীয় দিন থেকেই অনুশীলন শুরু করেছে ময়দানের এই প্রধান। যেখানে প্রথম থেকেই ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল দলের সকল ফুটবলারদের।
হোসে মোলিনার পর এবার সার্জিও লোবেরার তত্ত্বাবধানে নিজেদের পুরনো ছন্দ ফিরে পেতে মরিয়া মেরিনার্সরা। সেজন্য অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের দিকে ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কোচ। গত কয়েক সপ্তাহে সেইমতো একাধিক প্রস্তুতি ম্যাচ সেরেছে ময়দানের এই প্রধান। রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার পর গত কয়েকদিন আগেই বিধাননগর মিউনিসিপ্যাল গ্ৰাউন্ডে দ্বিতীয় ম্যাচে নেমেছিল দল।
যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। সম্পূর্ণ সময়ের শেষে প্রায় সাত গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল মেরিনার্সরা।
তবে সেখানেই শেষ নয়। আরও জানা গিয়েছিল যে আগামী কয়েকদিনের মধ্যেই সদ্য আয়োজিত হওয়া ভদ্রেশ্বর গোল্ড কাপে অংশগ্রহণকারী ফুটবল দল ইয়ং ইউনাইটেডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে নামতে চলেছে মোহনবাগান। সেইমতো আজ বিকেলে আয়োজিত হয়েছিল সেই ফুটবল ম্যাচ। যেখানে সম্পূর্ণ সময়ের শেষে ৮-০ গোলের ব্যবধানে এসেছে জয়। দলের হয়ে এদিন জোড়া গোল পান জেসন কামিন্স এবং সাহাল আব্দুল সামাদ। এছাড়াও একটি করে গোল করেন যথাক্রমে দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনহো,লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন।
বলতে গেলে এদিন নিজের দলের প্রায় সকল অস্ত্রকেই পরোখ করে নিলেন কোচ সার্জিও লোবেরা। যেখানে প্রথম থেকেই যথেষ্ট নজর কেড়ে আসছেন দিমিত্রি পেত্রাতোস। প্রথমার্ধের শেষে ৪-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে খুব একটা সমস্যা হয়নি লিস্টনদের। আসন্ন আইএসএলের আগে প্রস্তুতি ম্যাচ গুলিতে এমন সাফল্য নিঃসন্দেহে আত্মবিশ্বাসের তুঙ্গে রাখবে দলকে।
