
পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ বিকেলে যুবভারতীর অনুশীলন গ্ৰাউন্ডে প্রস্তুতি ম্যাচে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল কিবু ভিকুনার শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ৬-২ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। এদিন মোহনবাগানের হয়ে দুইটি করে গোল করে যান দুই অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স। এছাড়াও একটি করে গোল করেন মনবীর সিং এবং লিস্টন কোলাসো।
অন্যদিকে, ডায়মন্ড হারবার এফসির হয়ে গোল করে ব্যবধান কমাতে সক্ষম হন স্যামুয়েল লালমুয়ানপুইয়া এবং ডিফেন্ডার মিকেল কোর্তাজা। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের আগে এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। এই সাফল্যকে সামনে রেখেই নতুন বছরে দেশের প্রথম ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে সকলের। এদিন প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল বাগানের দেশি ও বিদেশি ফুটবলারদের। যারফলে সময় যত এগোয় ততই ভয়ঙ্কর হতে দেখা যায় কলকাতা ময়দানের এই প্রধানকে। তাই অনায়াসেই বাড়তে থাকে ব্যবধান।
পরবর্তীতে প্রতিপক্ষ দল ব্যবধান কমাতে সক্ষম হলেও সেটা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। যারফলে প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্য দিয়েই লোবেরা জামানা শুরু হল সবুজ-মেরুনে। উল্লেখ্য, এবারের সিজনের শুরুটা একেবারেই ভালো ছিল না মেরিনার্সদের। ঐতিহ্যবাহী কাপ টুর্নামেন্ট তথা ডুয়ান্ডে ছিটকে যেতে হয়েছিল কোয়ার্টার ফাইনালে। তারপর আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলেও সেটা বজায় থাকেনি সুপার কাপে। ইস্টবেঙ্গলের কাছে আটকে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের গ্ৰুপ পর্ব থেকে। তারপর থেকেই কোচ বদলের কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে।
শেষ পর্যন্ত নভেম্বরের মাঝামাঝি সময় হোসে মোলিনাকে বিদায় জানিয়ে সার্জিও লোবেরার হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। কিছু সপ্তাহ আগেই শহরে এসেছেন ওডিশা এফসির এই প্রাক্তন কোচ। দেশের অন্যতম এই সেরা দলে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।










