রিলায়েন্স কর্তৃক আয়োজিত এবারের ডেভলপমেন্ট লিগে (Reliance Development League) শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে সবুজ-মেরুন শিবির (Mohun Bagan)। গত ১৪ মার্চ মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে এটিকে মোহনবাগান। প্রথমে ১ গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে ৬ গোল দিয়ে সাদা-কালো শিবির কে কুপোকাত করে কিয়ানরা।
পরবর্তীতে ওডিশা ম্যাচে ও দেখা যায় সেই ঝলক। তবে শেষ দুটি ম্যাচ ড্র করার ফলে বর্তমানে কিছুটা হলেও চাপে সবুজ-মেরুন ব্রিগেড। তাই আজ নিউ আলিপুর সুরুচি সংঘের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেতে মরিয়া তারা।
আজ বিকেল তিনটে নাগাদ নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সংঘের বিপক্ষে খেলতে নামছে এটিকে মোহনবাগান। লক্ষ্য একটাই বড় ফলাফলে দলের জয় সুনিশ্চিত করা। এখনো পর্যন্ত চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলেছে সবুজ-মেরুন। এখনো পর্যন্ত চারটি ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে মোট ৮ পয়েন্ট। তাই আজকে সুরুচি কে হারালেই ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে যাবে বাগান শিবির।
সেই লক্ষ্য নিয়েই আজ মাঠে নামতে চলেছে সুমিত-সাবংরা। সব কিছু ঠিক থাকলে প্রথম একাদশে থাকতে পারেন কিয়ান নাসিরি। পাশাপাশি আজ গোল পেতে মরিয়া সুহেল ভাট ও ফারদিন আলিরা।