চলতি ফুটবল মরসুমে ও দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান দল। যারফলে গতবারের মতো এবারও ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে সবুজ-মেরুন ব্রিগেড। বলাবাহুল্য, মরসুম শুরুর আগে গতবারের তুলনায় দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের। সেজন্য দলের আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগে ও একাধিক বদল এনেছিল ম্যানেজমেন্ট।
সময়ের সাথে সাথেই তাঁর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট রয়েছে মেরিনার্সদের। যার ধারে কাছে নেই কোনও ফুটবল দল। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে ও প্রায় সাত পয়েন্টের পার্থক্য রয়েছে বাগান শিবিরের। যারফলে মোহনবাগানের শিল্ড জয় কার্যত সময়ের অপেক্ষা বলা চলে। দলের এমন অনবদ্য পারফরম্যান্সের দরুন শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে যে খুব একটা বদল আসবে না সেটা প্রায় নিশ্চিত। তবে যতদূর খবর, এখন থেকেই নাকি পরবর্তী মরসুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে মোহনবাগান।
সেক্ষেত্রে আসন্ন গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে দেশের এক তরুণ ডিফেন্ডারকে দলে নিতে পারে ময়দানের এই প্রধান। তিনি প্রমবীর সিং। বর্তমানে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত রয়েছেন বছর সতেরোর এই ফুটবলার। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন একাধিক ফুটবল ম্যাচ। হিসাব অনুযায়ী আগামী বছরের মে মাস পর্যন্ত পাঞ্জাব এফসির সঙ্গে চুক্তি থাকলেও শোনা যাচ্ছে তাঁকে দলে টানতে পারে জোসে মোলিনার ফুটবল ক্লাব। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।
গত কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন মাধ্যম সূত্রে উঠে আসতে শুরু করেছিল প্রমবীর সিংয়ের কথা। তবে এখনই তাঁকে নিয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না আইএসএল জয়ী এই ফুটবল দল। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তাঁর যোগদানের সম্ভাবনা।
বাংলায় তাজা সংবাদ পড়ুন!
যদি আপনি বাংলায় তাজা এবং বিশ্বাসযোগ্য সংবাদ পড়তে চান, তবে আমাদের ওয়েবসাইট Pangi Ghati Danik Patrika-তে যান। এখানে আপনাকে প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ, সরকারি প্রকল্প এবং স্থানীয় ঘটনাগুলির সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
তাহলে, এখানে ক্লিক করুন এবং বাংলায় তাজা সংবাদ উপভোগ করুন!