ট্রফি জয়ের মধ্য দিয়েই আগের মরসুম শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সেবার প্রথমদিকে ডুরান্ড কাপ হাতছাড়া হলেও পরবর্তীতে ঠিক ঘুরে দাঁড়িয়েছিল সবুজ-মেরুন শিবির। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে নয়া ইতিহাস সৃষ্টি করেছিল মোহনবাগান। বলতে গেলে প্রথম ও একমাত্র দল হিসেবে এক মরসুমে লিগ কাপ জয় করার পাশাপাশি লিগ শিল্ড ঘরে তুলে নিয়েছিল সবুজ-মেরুন। সেই নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেই সুবাদে এবার ও এএফসির মঞ্চে খেলার সুযোগ পেয়েছে হোসে মোলিনার ছেলেরা। গতবার আন্তর্জাতিক ক্ষেত্রে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও এবার সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ।
তাঁর জন্য দলের অধিকাংশ পুরনো ফুটবলারদের উপরেই ভরসা রেখেছেন বাগান কোচ। তবে গতবারের ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য কয়েকজন ভারতীয় ফুটবলারদের পাশাপাশি এক বিদেশি ফুটবলারকে যুক্ত করার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে এক ব্রাজিলিয়ান ফুটবলারের নাম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো তাঁর নাম ঘোষণা করে দেবে মোহনবাগান। এখন সেদিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর দলের আক্রমণভাগকে শক্তিশালী করতে এবার এক ভারতীয় উইঙ্গারকে দলে টানতে চাইছে মোহনবাগান।
সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মহম্মদ ইয়াসিরের নাম। বর্তমানে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বছর সাতাশের এই রাইট উইঙ্গার। আগামী ২০২৮ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও শোনা যাচ্ছে, বিরাট ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে নিতে আগ্ৰহী কলকাতা ময়দানের এই প্রধান। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে নাকি অনেকটা দূর। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি। এখন সেদিকেই নজর থাকবে বাংলার সকল ফুটবলপ্রেমীদের। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই মেহেতাব সিংয়ের যোগদানের কথা ঘোষণা করেছে মেরিনার্সরা।
একটা সময় তাঁকে নিতে ময়দানের দুই প্রধান আগ্ৰহ দেখালেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল মোহনবাগান। এবার এই তারকা ফুটবলার যোগদান করলে নিঃসন্দেহে তা বড়সড় চমক হবে সকলের কাছে।