Mohun Bagan: ম্যাচের আগে এবার বিষ্ফোরক মিরান্ডা, কারা থাকলেন একাদশে?

Clifford Miranda

হাতে আর কিছুক্ষণ। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের (Northeast United) মুখোমুখি হবে কলকাতার অন্যতম প্রধান মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। রেকর্ড অনুযায়ী দেখলে গত ফুটবল মরশুমে এই দলের ঘরের মাঠেই পরাজিত হতে হয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেদের। তাই এই ম্যাচে জয় পাওয়াই অন্যতম লক্ষ্য থাকবে হ্যামিলদের।

আরও পড়ুন: Cliford Miranda: জেসনের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন মিরান্ডা 

   

তবে ওডিশা এফসির বিপক্ষে দলের ত্যাগ থেকে যে পারফরম্যান্স দেখা গিয়েছে তারপর আজকের এই ম্যাচ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় সকলে। সেবার আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর গোলে মান রক্ষা হলেও এবার পুরো পয়েন্ট পাওয়াই অন্যতম লক্ষ্য তাদের। তবে চাপ যে থাকছে তা কিন্তু বলাই চলে। এসবের মাঝেই এবার দল নিয়ে মুখ খুলতে দেখা গেল ক্লিফোর্ড মিরান্ডাকে।

আরও পড়ুন: Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’ 

একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমানে আমরা যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দলের ফুটবলারদের মধ্যে চোট আঘাতের সমস্যা প্রবলভাবে দেখা দিয়েছে। তবে সবকিছু ভুলে আমরা পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। এক কথায় বলতে গেলে, দল তাড়াতাড়ি ঘুরে দাঁড়াক এখন সেই কামনা সকলের। এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকের একাদশ। অন্যান্য দিনের মত আজ ও দলের গোলরক্ষক হিসেবে থাকছেন বিশাল কাইথ। সেইসাথে দলের রক্ষনভাগে অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে থাকছেন ব্রান্ডন হ্যামিল, হেক্টর ইউৎসে। এছাড়াও থাকছেন আশিষ রাই।

এছাড়াও দুই উইংয়ে থাকছেন লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি। মাঝমাঠের দায়িত্বে থাকছেন অনিরুদ্ধ থাপা, দীপক টাংড়ির মতো ফুটবলার। এবং আক্রমণভাগে থাকছেন আর্মান্দো সাদিকু ও জেসন কামিন্স।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন