Jason Cummings: জেসনের খেলায় সমর্থকরা হতাশ, কোচ বললেন ‘ক্লান্ত হতেই পারে’

দল জিতেছে। এসেছে পুরো পয়েন্ট। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তবুও দলের খেলায় মন ভরেনি বাগান সমর্থকদের। জেসন কামিন্সের (Jason…

Jason Cummings Juan Ferrando

দল জিতেছে। এসেছে পুরো পয়েন্ট। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তবুও দলের খেলায় মন ভরেনি বাগান সমর্থকদের। জেসন কামিন্সের (Jason Cummings) পারফরম্যান্স নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

রেকর্ড দামে অস্ট্রেলিয়ার তারকা স্ট্রাইকারকে এবার দলে যোগ করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। AFC কাপে ক্লাবের আশা কার্যত শেষ। বাকি রইল ইন্ডিয়ান সুপার লীগ। দেশের সেরা ফুটবল টুর্নামেন্টে দল এখনও পর্যন্ত অপরাজিত। মরসুমের শুরু থেকে প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছিলেন জেসন কামিন্স। সবুজ মেরুন জার্সি পরে বেশ কিছু গোল করেছেন। সম্প্রতি স্কোর শিটে নাম তুলতে পারছেন না। এতেও সমালোচিত হচ্ছে অস্ট্রেলিয়ার তারকা।

   

শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট। এই ম্যাচেও গোল কিংবা অ্যাসিস্ট কিছু করতে পারেননি কামিন্স। মোহন বাগান সমর্থকদের প্রশ্ন, সত্যি কি নিজের নামের প্রতি সুবিচার করছেন জেসন?

বাগান কোচ হুয়ান ফেরান্ডোর মতে, “জেসন তো ভালই খেলছে। ও আক্রমণে জায়গা তৈরি করছে, সুযোগ তৈরি করছে। গত ম্যাচে কামিংস ৯০ মিনিট খেলেছে। এই ম্যাচে ৬৪ মিনিট খেলেছে। মোটেই খারাপ খেলছে না। একজন খেলোয়াড় ক্লান্ত হতেই পারে। বিশেষ করে বারবার যদি টানা অনেকদিন খেলা বন্ধ থাকে।”