দশজনের মোহনবাগানের বিরুদ্ধে মাটি ধরা ইস্টবেঙ্গলকে শ্রীজিতের কটাক্ষ

শেষ আধ ঘণ্টা দশজনের মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giants) বিরুদ্ধে কিছুই করতে পারল না ইস্টবেঙ্গল।

Sreejit Mukherjee's Cryptic

short-samachar

শেষ আধ ঘণ্টা দশজনের মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giants) বিরুদ্ধে কিছুই করতে পারল না ইস্টবেঙ্গল। বরং লাল কার্ড দেখার পরেই গোল করেছিল সবুজ মেরুন ব্রিগেড। আর তাতেই ডার্বি সহ Durand Cup জিতে নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। দশ জন বনাম এগারো জনের ম্যাচ শেষে ইঙ্গিতপূর্ণ পোস্ট শ্রীজিত মুখার্জির।

   

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ নামে এখনও বাঙাল ঘটির লড়াই হিসেবে বিবেচিত হয়। বড় ম্যাচের দিন বিভক্ত হয়ে যায় সমাজ। এক দিকে মোহনবাগান, অন্য দিকে ইস্টবেঙ্গল। টলিউড এর ব্যতিক্রম নয়। অনেকেই খোলাখুলি সমর্থন করে থাকেন তাদের প্রিয় দলকে। Durand Cup-এর ফাইনাল ম্যাচ ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি উল্লেখযোগ্য পোস্ট করেছেন শ্রীজিত মুখার্জি। যা ফুটবল প্রেমীদের মধ্যে বেশ আলোচিত হয়ে উঠেছে।

বলিউডের কালজয়ী ‘শোলে’ সিনেমার গব্বরের সেই বিখ্যাত ডায়লগকে কাজে লাগিয়ে শ্রীজিত মুখার্জি বলেছেন, “কিতনে আদমি থে? দশ সর্দার। ফির ভি ওয়াপাস আ গ্যায়ে?” বুঝতে অসুবিধা হয় না শ্রীজিত কোন প্রসঙ্গে এই কথা বলেছেন। দশ জনের মোহনবাগানের বিরুদ্ধে এঁটে উঠতে পারেনি এগারো জনের ইস্টবেঙ্গল।

এবারের Durand Cup-এ একের পর এক বিতর্ক দানা বেঁধেছিল। আলোচনায় বিশেষ করে ছিল মোহন বাগান সুপার জায়ান্ট। রেফারির কাছ থেকে দল বাড়তি সুবিধা পেয়েছে বলে অভিযোগ। ফাইনালে যার মোক্ষম জবাব দিয়েছে ক্লাব। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন বাগানের অনীরুধ থাপা। তার পরেই গোল এবং ম্যাচ জয় করে ট্রফি উত্তোলন।