IPL 2024: ‘হার্দিককে আমি আটকাইনি’, জানালেন গুজরাট টাইটান্সের কোচ

আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হওয়ার আগে বিতর্কের কেন্দ্র ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান (Mumbai Indians) দলের সঙ্গে যোগ দেন।…

gujarat titans coach said reason behind hardik pandya joined mumbai indians before ipl 2024

আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হওয়ার আগে বিতর্কের কেন্দ্র ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান (Mumbai Indians) দলের সঙ্গে যোগ দেন। রোহিত শর্মাকে সরিয়ে হন অধিনায়ক। তখন থেকেই বিতর্কের শুরু। হার্দিক পান্ডিয়া ও মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর ক্ষুব্ধ ছিলেন রোহিত শর্মার ভক্তরা। তবে এত কিছুর পরেও গুজরাট টাইটান্সের পক্ষ থেকে কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি। তবে এবার গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহেরা হার্দিক সম্পর্কে জানালেন ভিতরকার কথা।

হার্দিক পান্ডিয়া কেন গুজরাট ছেড়ে মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন আশিস নেহরা। “আমি হার্দিক পান্ডিয়াকে আটকাইনি। কারণ সে তার পুরনো দলে চলে যেতে ছেয়েছিল। ও যদি মুম্বাই ছাড়া অন্য কোনও দলে যেতে চাইতো, আমরা অবশ্যই ওকে আটকানোর চেষ্টা করতাম। কিন্তু আমরা যখন কোনও দলের হয়ে দীর্ঘ দিন ধরে খেলি তখন সেই দলের সঙ্গে আমাদের একটা আলাদা টান তৈরি হয়”, বলেছেন নেহেরা।

“হার্দিককে যখন গুজরাটে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তখন ওর অধিনায়কত্বের অভিজ্ঞতা ছিল না। তবে আমরা তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছিলাম। আশা করছি সে অধিনায়কত্বে আরও ভালো করতে পারবে।”

আশিস নেহরার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়ার উপর ক্ষুব্ধ নন। তবে হার্দিক পান্ডিয়ার ওপর ক্ষুব্ধ গুজরাটের সমর্থকদের একাংশ। যে কারণে পান্ডিয়া মুম্বাইয়ে যোগ দেওয়ার পর তাঁকে নিয়ে ব্যাপক ট্রোল করা শুরু হয়েছিল। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আগামী ২২ মার্চ থেকে। গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচ ২৪ মার্চ, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।