Mohun Bagan : পরের ম্যাচে ফিরতে পারেন হামিল

Brandon Hamill

একাধিক গোল করার সুযোগ হাতছাড়া করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) । ওড়িশা এফসির ( Odisha FC) অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট ও ক্লিনশিট রাখতে পেরে অখুশি নন অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) । শনিবারের ম্যাচের পর দিয়েছেন আরও একটা ইতিবাচক খবর।

সুস্থ হয়ে উঠেছেন ব্র্যান্ডন হামিল (Brandon Hamill)। সব ঠিক থাকলে বাগানের পরের ম্যাচেই তিনি ফিরতে পারেন। “ব্রেন্ডান হ্যামিলও সুস্থ হয়ে হয়ে উঠেছে। আশা করি, পরের ম্যাচে ও খেলতে পারে”, ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে বলেছেন লোপেজ হাবাস। 

   

সেই সঙ্গে আনোয়ার আলির প্রশংসাও করেছেন। “অনেক দিন পরে আনোয়ারকে দেখে ভাল লাগল, ও আজ ভাল খেলেছে। তবে ওকে আরও উন্নতি করতে হবে। ও প্রায় মাস দুয়েক ফুটবলে ছিল না। তাই এ রকম হওয়াই স্বাভাবিক।” এই কথার পরেই উঠেছিল হামিলের মাঠে ফেরার প্রসঙ্গ।

ব্র্যান্ডন হামিল যে ফিট হয়ে উঠেছেন সেটা ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের আগেও একবার কোচ জানিয়েছিলেন। স্প্যানিশ ডিফেন্ডারকে নিয়ে বলছিলেন, “ও সুস্থ হয়ে উঠেছে।” 

ওড়িশা এফসিকে হারাতে পারলে ইন্ডিয়ান সুপার লীগ পয়েন্ট তালিকার শীর্ষে চলে যেতে পারতো মোহন বাগান সুপার জায়ান্ট। পয়েন্ট খুইয়ে সেটা আর সম্ভব হয়নি। ফোকাস এবার পরের ম্যাচে। বাগানের পরের ম্যাচ জামেশদপুর এফসির বিরুদ্ধে, ১ মার্চ। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন