এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট। ফতোরদা স্টেডিয়ামে দলের পারফরম্যান্স খুশি করেছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। এফসি গোয়া ম্যাচের পর বাগান কোচের ভাবনায় ঢুকে পড়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচে আসন্ন ম্যাচ।
বুধবার মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে মাঠে নামার আগে এবারের ইন্ডিয়ান সুপার লীগে অপরাজিত ছিল এফসি গোয়া। ম্যাচের শেষ বাঁশি বাজার পর বাগানের পক্ষে স্কোরলাইন ১-০। খেলা শেষে লোপেজ হাবাস বলেছেন, “ছেলেরা ক্রমাগত আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। শিল্ড জয় যে এখনও সম্ভব সেটা বুঝতে শুরু করেছে দল। এতো দিন এফসি গোয়া অপরাজিত ছিল, এখন আর নয়। এই জয় আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
"We had energy, that was the most important (for the win)." 🙌#AntonioHabas reflects on @mohunbagansg's hard-fought victory against @FCGoaOfficial! 💪#FCGMBSG #ISL #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 #MBSG
— Indian Super League (@IndSuperLeague) February 14, 2024
এবারের মরসুমে মোহন বাগান সুপার জায়ান্টকে ভুগতে হয়েছে ধারাবাহিক চোট সমস্যার সঙ্গে। চোট সমস্যা এখনও রয়েছে। তার মধ্যেও দলকে চাঙ্গা রাখতে চাইছেন কোচ। সেই সঙ্গে ধরে রাখতে চাইছেন দলের মোমেন্টাম। আসন্ন ম্যাচে প্রথম একাদশে একাধিক বদল করতে পারেন মোহন বাগান সুপার জায়ান্ট কোচ।
হাবাস জানিয়েছেন, “প্রথম একাদশে কিছু পরিবর্তন করার কথা ভাবছি। কারণ আমাদের এক সপ্তাহে তিনটি ম্যাচ খেলতে হবে এবং পরের ম্যাচের জন্য আমাদের পুরোপুরি তৈরি থাকতে হবে। সেই ম্যাচের ওপর নির্ভর করে পরের ম্যাচে চার-পাঁচটি পরিবর্তন আনতে হতে পারে আমাদের।”