Mohun Bagan : দিমিকে সামনে রেখেই আগামী মরসুমের দল গঠন করতে পারে মোহনবাগান

মাঝপথে চলতি মরসুম। দিন কয়েক পর আলোচনা শুরু হবে নতুন মরসুম, নতুন করে দল গঠন নিয়ে। ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা অবশ্য ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন…

Dimitri Petratos

মাঝপথে চলতি মরসুম। দিন কয়েক পর আলোচনা শুরু হবে নতুন মরসুম, নতুন করে দল গঠন নিয়ে। ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা অবশ্য ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন মরসুমে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) কেমন দল গড়বে সে ব্যাপারে রয়েছে কৌতূহল। 

Advertisements

এবারের এশিয়ান টুর্নামেন্টের কথা মাথায় রেখে খাতায় কলমে অন্যতম সেরা দল গড়েছিল বাগান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো কিছু করে দেখাতে পারেনি সবুজ মেরুন শিবির। মরসুমের শুরুতে তাঁবুতে এসেছে ডুরান্ড কাপ। এখন বাকি রয়েছে ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League)। কোচ বদল করার পর বদলাতে শুরু করেছে বাগানের খেলা। মোহনবাগান সমর্থকদের নতুন করে আশার আলো দেখাচ্ছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। ধারাবাহিকভাবে লড়াকু মনোভাব ও গোল করার ক্ষেত্রে অবদান রেখে প্রত্যাশা বাড়িয়েছেন দিমিত্রিয়স পেত্রাতস (Dimitri Petratos)। 

   

ইন্ডিয়ান সুপার লীগের শেষ ম্যাচে দিমিত্রিয়স পেত্রাতসের একমাত্র গোলে এফসি গোয়াকে অ্যাওয়ে ম্যাচে হারিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। 

দিমিত্রিয়স পেত্রাতসের এখন যা ফর্ম তাতে ধরে নেওয়া হচ্ছে যে তাঁকে রেখে নতুন মরসুমের জন্য দল গোছাবে মোহন বাগান সুপার জায়ান্ট। দলের খেলায় তাঁর অবদানের ব্যাপারে কোনো দ্বিমত নেই। প্রোফাইলের বিচারে পেত্রাতসের থেকে ভালো ফুটবলার স্কোয়াডে রয়েছেন। কিন্তু দলের ভালো খেলার পিছনে ধারাবাহিকভাবে অবদান রাখছেন অস্ট্রেলিয়ার এই ফুটবলার।