Mohun Bagan: মোহনবাগানের আরও এক ফুটবলার আনফিট

দোরগোড়ায় Durand Cup। কোন ক্লাব কীরকম দল নামাবে সে ব্যাপারে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে শোনা গিয়েছে, পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে না মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট।

Deepak Tangri

দোরগোড়ায় Durand Cup। কোন ক্লাব কীরকম দল নামাবে সে ব্যাপারে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে শোনা গিয়েছে, পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে না মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। জুনিয়র, সিনিয়র কম্বিনেশন নিয়ে Durand Cup অভিযান শুরু করতে পারে সবুজ মেরুন ক্লাব। ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে।

আসন্ন AFC প্রতিযোগিতার কথা মাথায় রেখে এবারের দল গঠন করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। এক ঝাঁক তারকা রয়েছে স্কোয়াডে। কলকাতা ফুটবল লীগেও ক্লাবের ছোটরাও দুরন্ত ফুটবল খেলছে। ইতিমধ্যে একাধিক খেলোয়াড় উঠে এসছেন খবরের শিরোনামে। মনে করা হয়েছিল যে Durand Cup-এ হয়তো প্রথম দলের ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবেন কোচ হুয়ান ফেরান্ডো। আপাতত সেই সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

   

Durand Cup শুরু হওয়ার আগে খুব বেশি সময় পাচ্ছে না মোহন বাগান সুপার জায়ান্ট। সপ্তাহ খানেকের অনুশীলনের পরে দল মাঠে নামাতে হচ্ছে। দলের প্রত্যেক ফুটবলারের ফিটনেস সমান নয় বলে খবর। দীপক টাংরির চোট এখনও পুরোপুরি সারেনি। এই পরিস্থিতিতে কাদা মাঠে ঝুঁকি নিতে নারাজ মোহন বাগান সুপার জায়ান্টের স্প্যানিশ কোচ। পরিস্থিতি বুঝে হয়তো Durand Cup টুর্নামেন্টে সিনিয়র ফুটবলারদের তিনি ব্যবহার করবেন।

ভারতে এশিয়ান কাপ স্কোয়াড নিয়ে আলোচনা চলছে ফুটবল প্রেমীদের মধ্যে। স্কোয়াডে সবুজ মেরুন ব্রিগেডের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার দীপক টাংরির (Deepak Tangri) নাম নেই। জানা গিয়েছে, এখনও পুরোপুরি ফিট নন দীপক। চোট সমস্যা তিনি এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে খবর। এসিএল ইনজুরি রয়েছে বাগানের এই তরুণ ফুটবলারের।