ফের পরাজয়। এবারের ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) অভিনব রেকর্ড করল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এই নিয়ে টানা তিন ম্যাচ পরাজিত হল ময়দানের এই প্রধান। যা দেখে প্রবল হতাশ দলের সমর্থকরা। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা।
কিন্তু শেষ হাসি হাসল দক্ষিণের এই ফুটবল ক্লাব। পুরো সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এবার জয় ছিনিয়ে নিল প্রীতমরা। কেরালা ব্লাস্টার্সের জার্সিতে আজ একটা মাত্র গোল করেন দাপুটে বিদেশী তারকা দিমিত্রস ডায়ামান্টাকস। আজকের এই জয়ের দরুণ ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসল কেরালা ব্রিগেড।
আজ, বুধবার ম্যাচের আগে শক্তিশালী কেরালা দলকে কটাক্ষ করে বিশেষ টিফো নির্মান করেছিল সবুজ-মেরুন সমর্থকদের একটা অংশ। যা অতি সহজেই নজর কাড়ছিল সকলের। সেই টিফো অনুযায়ী আজ কেরালা দলের দৌরাত্ম্য থামানোর ইঙ্গিত ছিল প্রবলভাবে। কিন্তু তা আদৌ সম্ভব হল না এবার। ম্যাচ শেষে কিনা মোহনবাগানের ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে চলেছে কেরালা ব্লাস্টার্স ফুটবল দল। গত দুই ম্যাচে মুম্বাই সিটি এফসি ও এফসি গোয়ার মতো দলের কাছে একেবারে নাস্তানাবুদ হতে হয়েছিল শুভাশিস বসুদের। এবার ও অনেকটা একই ছবি। তবে এবার গোলের পার্থক্যে কিছুটা ভদ্রস্থ ফলাফলেই মাঠ ছাড়তে হল সবুজ-মেরুন ফুটবলারদের।
Full time.
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/lWdhlb2zZB
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 27, 2023
উল্লেখ্য, আজ ম্যাচের ঠিক ৯ মিনিটের মাথায় প্রতিপক্ষ দলকে বোকা বানিয়ে গোলের মুখ খুলে যান কেরালা দলের বিদেশী তারকা ডায়ামান্টাকস। তার গোলেই প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ভুকোমানোভিচের ছেলেরা। শেষ পর্যন্ত ওই একটা মাত্র গোলেই আসল জয়।