HomeSports NewsISL Showdown: এফসি গোয়ার বিপক্ষে নাস্তানাবুদ মোহনবাগান

ISL Showdown: এফসি গোয়ার বিপক্ষে নাস্তানাবুদ মোহনবাগান

- Advertisement -

আইএসএলে (ISL) ফের ধাক্কা খেল মোহনবাগান (Mohun Bagan )। পূর্ব নির্ধারিত সূচী অনুসারে আজ নিজেদের ঘরের মাঠে এফসি গোয়ার (FC Goa) মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন। তবে এবার ও পরাজয় ঘটল তাদের। সম্পূর্ণ সময়ের শেষে ১-৪ গোলের ফলাফলে শেষ হয় এই ম্যাচ। যা দেখে হতাশ সকলেই। আজ এফসি গোয়ার জার্সিতে জোড়া গোল পান নোহা। পাশাপাশি গোল করেন রড্রিগুয়েজ ও মার্টিনেজ।

আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগান নিয়ে এবার বিষ্ফোরক শিশির ঘোষ, কিন্তু কেন?

   

অন্যদিকে, মোহনবাগান সুপারজায়ান্টস দলের হয়ে একটি মাত্র গোল পান অজি তারকা দিমিত্রি পেট্রাতোস। আজকের এই পরাজয়ের ফলে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকল সবুজ-মেরুন। অন্যদিকে, ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল মানালো মার্কেজের এফসি গোয়া।

গত মুম্বাই ম্যাচে হতাশাজনক ভাবে পরাজিত হওয়ার পর আজকের এই গোয়া ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল মেরিনার্সদের। তবে শেষ রক্ষা হলনা এবার। ম্যাচের প্রথম দিকেই পেনাল্টি আদায় করে এফসি গোয়া। সেখান থেকে প্রথম গোল নোহার। যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মার্কেজের দল। তারপর থেকেই গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। কিন্তু তা পরিশোধ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। প্রতিপক্ষ দলের আক্রমণের সুযোগ নিয়েই ৪২ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল রড্রিগুয়েজের। তার ঠিক এক মিনিটের মধ্যেই তৃতীয় গোল। যারফলে, প্রথমার্ধের শেষে ৩-১ গোলে পিছিয়ে থাকে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে মোহনবাগান দল আক্রমণ শানালে ও আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি তাদের পক্ষে। যারফলে, ঘটে যায় পরাজয়। বলাবাহুল্য, আজ ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই বিবাদে জড়াতে দেখা যায় দুই বাগান তারকা তথা জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুকে। তার ও প্রভাব দেখা যায় ম্যাচের মধ্যে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular