Mohun Bagan: রথযাত্রার দিন সমর্থকদের চমকে নাম বদলে দিল মোহনবাগান

অবশেষে সমর্থকদের কথা রাখল মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট। দলের লোগোর পাশাপাশি দলের ফেসবুক পেজ থেকে ও উঠে গেল ‘এটিকে’ নাম।

Mohun Bagan Super Giant

অবশেষে সমর্থকদের কথা রাখল মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট। দলের লোগোর পাশাপাশি দলের ফেসবুক পেজ থেকে ও উঠে গেল ‘এটিকে’ নাম। যারফলে, আর এটিকে নয়। আগত নতুন ফুটবল মরশুম থেকে মোহনবাগান সুপারজায়ান্টস হিসেবেই মনোনীত হবে মোহনবাগান। গত ১ লা জুন সরকারিভাবে স্বীকৃতি পায় মোহনবাগান সুপারজায়ান্টস।

পরবর্তীতে দলের ট্যুইটার হ্যান্ডেলের ও নাম বদলে দেওয়া হয় ম্যানেজমেন্টের তরফে। তবে বিবিধ কারনের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছিল ফেসবুকে। সেই নিয়ে গত কয়েকদিন আগে বিশেষ ঘোষণা ও করা হয় দলের তরফ থেকে। তবে এবার সেই অপেক্ষার অবসান। ফেসবুক পেজে ও বদলে গেল নাম। সেইসাথে প্রোফাইল ছবিতে ফুটে উঠল দলের ঐতিহ্যবাহী সবুজ-মেরুন রঙের পাশাপাশি “জয় মোহনবাগান” কথাটি। যা দেখে দিলখুশ বাগান সমর্থকদের।

উল্লেখ্য, গত মরশুমে আইএসএল জয় করার পরেই সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি ট্রফি জয়ের সেই মাঠ থেকেই বলেছিলেন “এটিকে” তুলে দেওয়ার কথা। সেইসাথে আগামী মরশুম থেকে এটিকে মোহনবাগান নামের বদলে দলের নতুন নাম মোহনবাগান সুপারজায়ান্টস হওয়ার কথাও প্রথম শোনা গিয়েছিল তার মুখে।

যা শুনে রীতিমতো আনন্দের ঢেউ বইতে শুরু করেছিল বাগান সমর্থকদের মধ্যে। পরবর্তীতে দল ট্রফি নিয়ে শহরে আসার পর উৎসবের মেজাজ ধরা দেয় সর্বত্র। শহরের বিভিন্ন প্রান্তে মোহনবাগানের আইএসএল জয়ের পাশাপাশি এটিকে উঠে যাওয়ার আনন্দে বিশেষ উৎসবে মেতে ওঠেন সবুজ-মেরুন সমর্থকরা। যার অধিকাংশ ক্ষেত্রেই উপস্থিত থাকতে দেখা যায় মোহনবাগান কর্তা সহ দলের ফুটবলারদের একাংশকে।

এতদিনের লড়াইয়ের পর এটিকে উঠে যাওয়ায় যেন বিরাট জয় এসেছে বাগান সমর্থকদের। তবে চলতি মাসের শুরুতে দলের নতুন নামের ক্ষেত্রে শীলমোহর পড়লেও ফেসবুক পেজ নিয়ে দেখা দিয়েছিল একাধিক সমস্যা। এবার তাতেও আসল বদল। এবার নতুন লোগো প্রকাশের অপেক্ষায় সমর্থকরা।