জামশেদপুরে সমর্থক প্রহৃত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাল বাগান শিবির

Mohun Bagan Strongly Condemns Attack on Fan During Jamshedpur ISL Semifinal

গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাটা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত হয়েছিল আইএসএলের প্রথম লেগের সেমিফাইনাল। যেখানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সঙ্গে লড়াই করতে হয়েছিল একবারের লিগ শিল্ড জয়ী জামশেদপুর এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় খালিদ জামিলের ফুটবল ক্লাব। যারফলে ফাইনাল ওঠার রাস্তা কিছুটা হলেও মসৃণ হয়ে গেল আইএসএলের এই ফুটবল ক্লাবের। আগামী সপ্তাহে সেমিফাইনালের পরবর্তী রাউন্ডে ও এই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে জর্ডান মারিদের।

Advertisements

তবে এদিন অ্যাওয়ে ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল বাগান ফুটবলারদের। প্রথমার্ধের মাঝামাঝি সময় পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল মোহনবাগান। অজি বিশ্বকাপার জেসন কামিন্সের গোল মন জয় করেছিল সকলের। কিন্তু শেষ রক্ষা হল কোথায়। শেষ পর্যন্ত জাভি হার্নান্দেজের গোলে পরাজিত হতে হয় মেরিনার্সদের। কিন্তু সেখানেই শেষ নয়। এদিন ম্যাচ চলাকালীন স্টেডিয়াম চত্বরে। আহত হতে হয় বনগাঁর এক মোহনবাগান সমর্থককে। যারফলে তড়িঘড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরবর্তীতে তাঁকে দেখতে হাসপাতালে যান বাগান সচিব দেবাশিস দত্ত।

Advertisements

পরবর্তীতে নিজেদের সোশ্যাল সাইটে সেই নিয়ে তীব্র নিন্দা জানায় মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এই সম্পর্কিত একটি পোস্ট করে সেখানে লেখা হয়। “মোহনবাগান সুপার জায়ান্ট জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের অ্যাওয়ে স্ট্যান্ডের বেশ নিরাপত্তা ও ব্যবস্থাপনা কর্মীদের অন্যায় আচরণ এবং আগ্রাসনের তীব্র নিন্দা জানায়।” শোনা যায়, ম্যাচ চলাকালীন বাগান সমর্থকদের উপর লাঠিচার্জ করেন স্টেডিয়ামে মোতায়েন থাকা নিরাপত্তা কর্মীরা। সেই নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে সকলে। তবে এটাই প্রথম নয়। গত বেশ কয়েক বছরে ও এই একই পরিস্থিতির সাক্ষী থেকেছে বাংলার দল গুলি।