Mohun Bagan: গত দুইদিন অনুশীলনে নেই কামিন্স, সম্ভবত অসুস্থ মোহন-তারকা

আগামীকাল, বুধবার ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে গতবারের আইএসএল জয়ী দল মোহনবাগান (Mohun Bagan)। এএফসি কাপের গত ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে জেতা…

Jason Cummings

আগামীকাল, বুধবার ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে গতবারের আইএসএল জয়ী দল মোহনবাগান (Mohun Bagan)। এএফসি কাপের গত ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করতে হয়েছিল মেরিনার্সদের। এবার সেই সমস্ত ভুল শুধরে আইএসএলে জয় পেতে মরিয়া হুয়ান ফেরেন্দোর ছেলেরা। বর্তমানে লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে আসন্ন এই ম্যাচ জিতলেই আগের মতো ফের গ্রুপ শীর্ষে চলে যাবে বাগান শিবির।

যা পরবর্তীতে টুর্নামেন্টের লিগ শিল্ড জেতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। সেজন্য স্কট কুপারের জামশেদপুর এফসিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন হুয়ান ফেরেন্দো। যেকোনো মূল্যেই তাদের বিপক্ষে জয় তুলে নেওয়া অন্যতম লক্ষ্য শুভাশিসদের। উল্লেখ্য, গত ম্যাচে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে আত্মঘাতী গোল করে পয়েন্ট খুইয়ে ছিল জামশেদপুর ফুটবল দল।

তবে এবার নিজেদের ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া চিমা চুকুরা। অন্যদিকে, দলের মধ্যে একাধিক চোট আঘাতের সমস্যা থাকলেও তিন পয়েন্ট নিয়েই শহরে ফিরতে চান ফেরেন্দো। তবে আনোয়ার আলীর অনুপস্থিতি কিছুটা হলেও চাপে রেখেছে বাগান কোচকে। তার কথায় এই ভারতীয় ডিফেন্ডারের মাঠে ফেরার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো কিছু সঠিকভাবে না বলা গেলেও তার পরিবর্তে অন্যান্য ডিফেন্ডারদের উপরেই বাড়তি দায়িত্ব দিতে চাইছেন তিনি। সেইসাথে সবুজ-মেরুন শিবিরের জুনিয়র দল থেকে সুমিত রাঠির পাশাপাশি রাজ বাঁশফোরের মতো ফুটবলারদের ও দেখে নিচ্ছেন কোচ।

তবে দলের প্রধান ভরসা জেসন কামিন্স গত দুইদিন ধরে আসেননি বাগান অনুশীলনে। যা নিয়ে রীতিমতো কৌতূহল দেখা দেয় সকলের মধ্যেই। তাহলে কি কোনো চোটের সমস্যায় ভুগছেন এই অজি তারকা? এই নিয়ে এখনো তেমন কিছু শোনা যায়নি। তবে বিশেষ সূত্র মারফত খবর, গত কয়েকদিন ধরেই নাকি জ্বরের কবলে ছিলেন কামিন্স। তবে গতকাল সকালেই চিকিৎসকের তরফে ভালোভাবে পরীক্ষা করানো হয় এই তারকাকে। তাই মঙ্গলবার আদৌও দলের সঙ্গে তিনি উড়ে যাবেন কিনা সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি। তবে কামিন্সের অনুপস্থিতি বাগান শিবিরে যে প্রভাব ফেলবে তা কিন্তু বলাই চলে।