আগেই হেরেছে বেঙ্গালুরু, ইস্টবেঙ্গল বধ করে শীর্ষস্থান মজবুত করল মোহনবাগান

সূচি অনুযায়ী শনিবার ছিল ইন্ডিয়ান সুপার লিগের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট বনাম ইমামি ইস্টবেঙ্গল।…

Mohun Bagan Strengthens Top Spot with Victory Over East Bengal After Bengaluru’s Loss

সূচি অনুযায়ী শনিবার ছিল ইন্ডিয়ান সুপার লিগের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট বনাম ইমামি ইস্টবেঙ্গল। বিকেলে ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠে ম্যাচ থাকায় এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। তবে চূড়ান্ত সাফল্য আসেনি। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবকে। যারফলে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ খেলতে নামার আগেই বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিল মোহনবাগান।

তারপর প্রথম থেকেই লাল-হলুদের বিপক্ষে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্সরা। যা সামাল দিতে গিয়ে নাজেহাল পরিস্থিতি দেখা দিয়েছিল ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের। স্বাভাবিকভাবেই গোল তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি বাগান শিবিরের। দুই মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ান তারকা জেমি‌ ম্যাকলারেন। সময় এগোনোর সাথেই ম্যাচে প্রভাব বিস্তার করতে থাকে‌ সবুজ-মেরুন। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ইস্টবেঙ্গল। মাঝে একবার দলকে বিপদ মুক্ত করতে গিয়ে হ্যান্ডবল করে বসেছিলেন বাগান তারকা আপুইয়া।

   

সেখান থেকে পেনাল্টির আবেদন উঠে এসেছিল পিভি বিষ্ণুদের তরফ থেকে। কিন্তু সেটি গ্রাহ্য করেননি ম্যাচ রেফারি। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধ থেকেই ম্যাচে সাপ বাড়ানোর পরিকল্পনা ছিল অস্কার ব্রুজনের ছেলেদের। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে সমস্ত লড়াই। বিশেষ করে সৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখে মাঠের বাইরে যাওয়ার পর ম্যাচে ফেরা অনেকটাই কঠিন হয়ে উঠেছিল মশাল ব্রিগেডের পক্ষে। অপরদিকে জেসন কামিন্সের পরিবর্তে গ্ৰেগ স্টুয়ার্ট‌কে মাঠে নামিয়ে ব্যবধান বাড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।

অনায়াসেই জয় সুনিশ্চিত করে ফেলে মোহনবাগান সুপার জায়ান্ট। যারফলে বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অনেকটাই মজবুত করে ফেলল মেরিনার্সরা। ১৫ ম্যাচ খেলে তাঁদের সংগ্রহে রয়েছে ৩৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। সমসংখ্যক ম্যাচ খেলে তাঁদের সংগ্রহে ২৭ পয়েন্ট। অর্থাৎ 8 পয়েন্টের পার্থক্য মোহনবাগানের সঙ্গে। আগামীতে যা অনেকটাই অক্সিজেন জোগাবে শুভাশিস বসুদের।