অনুশীলনে ফিরলেন বাগানের দুই তারকা, খেলবেন ওডিশা ম্যাচ?

রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ওডিশা এফসি‌। গত তিনটি ম্যাচের মত এই…

Two Indian footballers, wearing green maroon jerseys, practicing on the football field before a match

short-samachar

রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ওডিশা এফসি‌। গত তিনটি ম্যাচের মত এই ম্যাচে ও জয় পেতে চাইবেন বাগান কোচ জোসে মোলিনা‌। হায়দরাবাদ ম্যাচ জয়ের পর ছুটি কাটিয়ে সেইমতো অনুশীলনে নেমে পড়েছেন ফুটবলাররা। তবে প্রথম থেকেই সকলের চিন্তা বাড়িয়ে আসছেন স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট‌। আসলে গত ম্যাচের পর থেকেই পায়ে চোটের সমস্যায় ভুগছেন এই তারকা। যারফলে প্রথমদিন থেকে এখনও পর্যন্ত বল পায়ে অনুশীলন করেননি এই তারকা।

   

Also Read | ডার্বি ঘিরে উত্তাল কলকাতা, কবে থেকে পাওয়া যাবে ইস্ট-মেডানের অফলাইন টিকিট?

পাশাপাশি দলের ভরসাযোগ্য সাইড ব্যাক আশীষ রাইকে ও বিশ্রাম দিয়েছিলেন বাগান কোচ। যারফলে আগের দিন অনুশীলন করেননি তিনি। সেই নিয়ে ও যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছিল বাগান সমর্থকরা।‌ তবে মঙ্গলবার দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন আশীষ রাই। সব ঠিকঠাক থাকলে আসন্ন ওডিশা ম্যাচে তাঁর মাঠে থাকার সম্ভাবনা প্রায় নব্বই শতাংশ। অন্যান্য ম্যাচ গুলির মতো অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে সবুজ-মেরুন রক্ষণভাগে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তোলে গোটা দলকে।

Also Read | ভারতীয় ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ দিমিত্রি পেত্রাতোস, কী বললেন?

এছাড়াও এদিন দলের সাথেই যথেষ্ট চনমনে মেজাজে অনুশীলন করেছেন তরুণ মিডফিল্ডার আশিক কুরুনিয়ান। উল্লেখ্য, মরসুমে চোট পাওয়ায় পর থেকেই যথেষ্ট ব্যাকফুটে চলে গিয়েছিলেন এই তারকা ফুটবলার। তবে সময়ের সাথে সাথেই নিজেকে ফিট করে তুলেছেন আশিক। মনে করা হচ্ছে, আসন্ন ওডিশা ম্যাচে তাঁকে রেখেই হয়তো প্রথম একাদশ সাজাবেন মোহনবাগান কোচ জোসে মোলিনা‌। সেক্ষেত্রে রিজার্ভে চলে আসতে পারেন লিস্টন কোলাসো। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। কলিঙ্গ উড়ে যাওয়ার আগেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোলিনা।

Also Read | জাতীয়স্তরে শেষ কবে মুখোমুখি হয়েছিল দুই ক্লাব, ম্যাচের ফলাফল ছিল কার পক্ষে? জানুন

গত ম্যাচে হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় আসলেও দলের রক্ষণভাগ নিয়ে যথেষ্ট চিন্তিত বাগান কোচ। তাই সবদিক মাথায় রেখেই নিজের প্রথম একাদশ সাজাতে চাইবেন তিনি।‌ সেক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।