মাল্লাপুরম ফুটবল ক্লাবে যোগ দিতে চলেছেন এই বাগান তারকা

Football Transfer: গত কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সাফল্য পেয়েছে মোহনবাগান (Mohun Bagan)। পূর্বে আই লিগ জয় থেকে শুরু করে মার্জার পরবর্তী সময়…

Mohun Bagan Star Joseba Beitia

Football Transfer: গত কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সাফল্য পেয়েছে মোহনবাগান (Mohun Bagan)। পূর্বে আই লিগ জয় থেকে শুরু করে মার্জার পরবর্তী সময় এটিকের সংযুক্তিকরণে আইএসএল এসেছে ক্লাবে।‌ তাঁরা টেক্কা দিয়েছে একের পর এক শক্তিশালী ফুটবল দলকে।  পড়শি ক্লাব ইস্টবেঙ্গল থেকে শুরু করে শক্তিশালী মুম্বাই সিটি এফসি হোক কিংবা অন্যকোন ফুটবল দল সব ক্ষেত্রেই দাপট দেখিয়েছে ময়দানের এই প্রধান।

   

এক্ষেত্রে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের ও সক্রিয়তা থেকেছে কলকাতা ময়দানে।‌ আইএসএলে অংশগ্রহণ করার পূর্বে শেষবারের আইলিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। সেই সিজনে অনবদ্য পারফরম্যান্স ছিল স্প্যানিশ ফুটবলার জোসেবা বেইতিয়ার। তাঁর অনবদ্য পারফরম্যান্স মন জয় করেছিল সকলের। কিন্তু নতুন মরসুমের আগে এই ফুটবলারকে রিলিজ করে দেয় মোহনবাগান। কিন্তু তবুও তিনি রয়ে গিয়েছেন সমর্থকদের মনের মণিকোঠায়।

পরবর্তী মরসুম গুলিতে পাঞ্জাব এফসি থেকে রাজস্থান ইউনাইটেড হয়ে নর্থইস্ট ইউনাইটেডের জার্সিতে আইএসএল খেলতে আসেন বেইতিয়া‌। একটা সিজন পরেই ফের চলে আসেন আইলিগে। যোগদান করেন দিল্লি ফুটবল ক্লাবে। সেখান থেকেই চলে গিয়েছিলেন পানামায়। খেলেছিলেন আমেসিট এফসিতে। গত বছর সেই ক্লাবে খেললেও এবার রিলিজ নিতে চলেছেন এই মিডফিল্ডার।

বিশেষ সূত্র মারফত খবর, আগত সিজনের জন্য মাল্লাপুরম ফুটবল ক্লাবে যোগ দিচ্ছেন বাগানের এই প্রাক্তন ফুটবলার। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে তাঁর নাম। যা নিঃসন্দেহে বড়সড় চমক সকলের কাছে।