ইনস্টাগ্রাম স্টোরি আপডেট করেছেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) জেসন কামিন্স (Jason Cummings)। অন্য একটি ক্লাবের ছবি পোস্ট করেছেন তিনি। ব্যাপারটা কী, দল বদলের মরসুমে নতুন কোনো গল্প নাকি?
কথা রাখল না ক্লাব! CFL শুরু হওয়ার আগে বিস্ফোরক অভিযোগ
জেসন কামিন্স তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ‘Toronto Blue Jays’ নামের একটি ক্লাবের ছবি পোস্ট করেছেন। ফুটবল প্রেমীদের অনেকেই হয়তো এই ক্লাবের কথা হয়তো শোনেননি। কিন্তু যারা বেসবল দেখেন তাঁরা হয়তো এই দলটির নাম জানেন। জেসন কামিন্স Toronto Blue Jays বেসবল দলের ভক্ত। হিসেব মতো আজই ছিল এই দলটির ম্যাচ, জিতেছে টরোন্টো ব্লু।
ছুটি পেলেই ঘুরতে যেতে পছন্দ করেন মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার জেসন কামিন্স। থাইল্যান্ডে গিয়েছেন বহুবার। ২০২৩-২৪ মরসুমের ফাঁকে যখনই সুযোগ পেয়েছিলেন ঘুরে এসেছিলেন বিদেশ থেকে। বান্ধবীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন তিনি।
Kerala Blasters: তরুণ মিডফিল্ডারকে ধরে রাখতে পারে কেরালা ব্লাস্টার্স
ঘুরতে যাওয়ার আরো একটি ছবি পোস্ট করেছেন জেসন কামিন্স। এবার সম্ভবত কানাডায় ঘুরতে গিয়েছেন। বড় একটি ঝর্ণার ছবিও পোস্ট করেছেন। কানাডায় বেশ কয়েকটি ঝর্ণা রয়েছে, সেগুলোকে দেখতেও মনোরম। বোটিংয়ের সুবিধা রয়েছে। সব মিলিয়ে প্রিয় মানুষের সঙ্গে অবসর যাপনের ভাল জায়গা হতে পারে কানাডা। জেসন কামিন্সের পারফরম্যান্স হয়তো সমালোচনার মুখে পড়েছে, কিন্তু তাঁর ট্রাভেল ডেস্টিনেশনগুলো যে দেখার মতো হয় সেটা বলার অপেক্ষা রাখে না।