Jason Cummings: বান্ধবীকে নিয়ে দুবাইয়ে ‘রোমান্সে’ মত্ত জেসন কামিন্স

jason cummins with Girlfriend

আপাতত ছুটি। আন্তর্জাতিক ফুটবলের জন্য সাময়িক ভাবে বন্ধ থাকছে ইন্ডিয়ান সুপার লীগ। ইতিমধ্যে বিভিন্ন টুর্নামেন্টের জন্য টানা ম্যাচ খেলেছে মোহন বাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। কয়েক দিনের জন্য বাগান কোচ হুরান ফেরান্দো ছেলেদের ছুটি দিয়েছেন। পুরো দমে ছুটি উপভোগ করছেন জেসন কামিন্স (Jason Cummings)।

চেন্নাইয়িন এফসির পর বড় ব্যবধানে জিতে ইন্ডিয়ান সুপার লীগের ক্রম তালিকায় শীর্ষে নিজেদের জায়গা বজায় রেখেছে মোহন বাগান সুপার জায়ান্ট। তিন ম্যাচ খেলে তিন পয়েন্ট। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে এই ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর সোশ্যাল মিডিয়ায় জেসন কামিন্সের স্টোরি। নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে জানিয়েছেন যে তিনি কোথায় রয়েছেন। ছুটি কাটাতে কামিন্স এখন দুবাইতে। একের পর এক স্টোরি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। বান্ধবীকে নিয়ে খুনসুটি করার মুহূর্তের ফুটেজও পোস্ট করেছেন সামাজিক মাধ্যম।

   

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে বাগানের ম্যাচ ছিল ৭ অক্টোবর। এরপর তাদের খেলা রয়েছে সেই ২৪ অক্টোবর। AFC কাপের ম্যাচে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মাঠে নামবে দল। এই ম্যাচটি সম্ভবত হবে ভুবনেশ্বরে। বিরতির পর ইন্ডিয়ান সুপার লীগে মোহন বাগান সুপার জায়ান্টের মাঠে নামার কথা ছিল আগামী ২৮ অক্টোবর।

সেই ম্যাচ আপাতত হচ্ছে না। খেলা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ইন্ডিয়ান সুপার লীগে বাগানের চতুর্থ ম্যাচ নভেম্বরের এক তারিখে। জামেশদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। তারপর আবার AFC কাপের খেলা। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে তাদের মাঠে ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন