Mohun Bagan: সবুজ-মেরুন সংসারে খুশির খবর

Mohun Bagan Armando Sadiku

বাগানে (Mohun Bagan) বসন্ত। পরিবারের নতুন সন্তানে আগমন। বাবা হলেন মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার আর্মান্দো সাদিকু (Armando Sadiku)।

বাবা হয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের আর্মান্দো সাদিকু। পুত্র সন্তানের পিতা হয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নবজাতকের ছবি পোস্ট করেছেন। মোহনবাগানের পক্ষ থেকে ছবি পোস্ট করা হয়েছে। বাগানের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সন্তানকে কোলে নিয়ে হাসি মুখে দারিয়ে রয়েছেন সাদিকু।

   

সাদিকু তাঁর ছেলের নাম রেখেছেন লিওন। বাবা আর্মান্দো নিজে যেমন মাঠে দাপিয়ে বেড়ান, ছেলের নামও রেখেছেন তেমন- লিওন। মোহনবাগানের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে নতুন এই অতিথিকে। লিওন সাদিকু বাড়ির যেমন পুত্র, তেমনই এখন থেকে হয়ে গিয়েছে সবুজ মেরুন সংসারের একজন অন্যতম সদস্য।

আর্মান্দো সাদিকু সম্প্রতি ভালো ফর্মে ফিরেছেন। মরসুমের শুরুর দিকে প্রত্যাশা পূরণ করতে পারছিলেন আর্মেনিয়ার এই তারকা ফরোয়ার্ড। কিন্তু মাঝে মধ্যে জ্বলে উঠেছেন। এখন ফিরেছেন ফর্মে। ব্যাক টু গোল এসেছে। জোড়া গোল করেছেন একটি ম্যাচ। চলতি ইন্ডিয়ান সুপার লিগে সেরা পাঁচ গোলদাতা হওয়ার দৌড়ে এখন রয়েছে আর্মান্দো সাদিকু।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন