জয় দিয়েই চলতি বছর শেষ করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গত ২০শে ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল বাগান ব্রিগেড। প্রথমার্ধে পিছিয়ে থাকতে হলেও দ্বিতীয়ার্ধে শুরুতেই দলকে সমতায় ফিরিয়ে এনেছিলেন স্প্যানিশ তারকা আলবার্তো রদ্রিগেজ। তারপর সময় যত এগিয়েছে সবুজ-মেরুন ঝড়ে কার্যত ছাড়খাড় হয়েছে পাঞ্জাব এফসি। ম্যাচের মাঝামাঝি সময় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। তারপর শেষ মুহূর্তে দ্বিতীয় গোল আলবার্তোর।
যারফলে অনায়াসেই জয় ছিনিয়ে নেয় শুভাশিস বসুর দল। এই জয়ের সুবাদে চলতি বছরের শেষে তিন পয়েন্ট নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অনেকটা মজবুত করে ফেলল মোহনবাগান। সেই নিয়ে খুশি আপামর বাগান জনতা। সূচি অনুযায়ী আগামী ২রা জানুয়ারি পরবর্তী হোম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে আইএসএল জয়ী ক্লাব হায়দরাবাদ এফসির সঙ্গে। গত ম্যাচে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের বিপক্ষে গোল তুলে নিয়েছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। তাই লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে।
তাই সবদিক মাথায় রেখেই নিজেদের প্রস্তুত করছেন জেসন কামিন্সরা। তবে চোট আঘাতের সমস্যা এখনও বেশ কিছুটা চাপে রাখছে মেরিনার্সদের। বলাবাহুল্য, এই চোটের জন্যই গত কয়েকটি ম্যাচ খেলতে পারেননি স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট। এছাড়াও চোট রয়েছে আশিক কুরুনিয়ান থেকে শুরু করে লালেংমাওইয়া রাল্টে তথা আপুইয়ার মতো ফুটবলারের। যারফলে আসন্ন হায়দরাবাদ ম্যাচে হয়তো তাঁকে মাঠে পাবেন না বাগান কোচ জোসে মোলিনা। যা কিছুটা হলেও চিন্তায় রাখবে দলের এই স্প্যানিশ হেডস্যারকে।
বলাবাহুল্য, গত পাঞ্জাব ম্যাচ খেলতে গিয়ে চোট সমস্যা দেখা দিয়েছিল আপুইয়ার। যারফলে তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন মোলিনা। বিশেষ সূত্র মারফত খবর, সেই ম্যাচ জয়ের পর এদিন দলের অনুশীলনে উপস্থিত থাকলেও প্রাকটিস শেষ হওয়ার কিছুটা আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান এই তারকা। আসলে চোট সমস্যা কিছুটা থেকে যাওয়ায় এখনই হয়তো তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন বাগান কোচ।