নতুন ফুটবলের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠন শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan)। সেইমতো অনেক আগে থেকেই এফসি গোয়ার তরুণ ডিফেন্ডার আনোয়ার আলিকে চূড়ান্ত করেছে দল। সেইসাথে গত কয়েক দিন আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল অজি বিশ্বকাপার জেসন কামিন্স।
গত মরশুমে একজন দক্ষ ফরোয়ার্ডের সমস্যায় দল কে ভুগতে হলেও এবার সেই সমস্যার সমাধানের আরেক নাম হতে চলেছেন কামিন্স। তবে সেখানেই শেষ নয়, গত কাল প্রায় রেকর্ড চুক্তিতে ভারতীয় ফুটবল দলের আরেক তারকা অনিরুদ্ধ থাপাকে চূড়ান্ত করেছিল বাগান শিবির। এবার সেই তালিকায় যুক্ত হল শুভ পাল। পূর্বে এফসি বায়ার্ন মিউনিখের যুবদলের হয়ে খেলেছিলেন তিনি। এবার সই করলেন কলকাতার এই প্রধানে।
একটা সময় দিল্লীর সুদেবা এফসির হয়ে আইলিগ খেলা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন হাওড়ার এই তরুণ। দলের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করার পাশাপাশি অধিনায়কত্ব ও করেছেন বহু ম্যাচে। পরবর্তীতে বিদেশে চলে গেলেও এবার তাকেই কলকাতায় ফিরিয়ে আনতে মোহনবাগান। তিনি মূলত স্ট্রাইকার হিসেবে বিবেচিত হলেও লেফট মিডফিল্ডের পাশাপাশি রাইট উইংয়ে ও যথেষ্ট কার্যকরী এই তারকা। তাই আগত ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এই তারকা ফুটবলার কে নিজেদের স্কোয়াডে রাখতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড।
গত ২০১১ সালে বিশেষ ট্রায়ালের মাধ্যমে জার্মানির এই ফুটবল ক্লাবে সুযোগ পেয়েছিলেন শুভ। তারপর সেখানে গিয়ে যুব দলের কোচের কাছে বহুদিন অনুশীলন করেন এই বাঙালি ফুটবলার। বিদেশের মাটিতে খেলেছেন একাধিক ম্যাচ। এবার আসন্ন আইএসএলে তার উপরেই নজর থাকবে সকলের।