চাপের মুখেও গোল, মানসিক দৃঢ়তা দেখাচ্ছে Mohun Bagan

চাপের মুখে পড়ার পরেও জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। এসেছে গোল। পঞ্জাব এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে প্রবেশ করেছেন মোহনবাগান সুপার জায়ান্ট। সাডেন…

চাপের মুখে পড়ার পরেও জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। এসেছে গোল। পঞ্জাব এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে প্রবেশ করেছেন মোহনবাগান সুপার জায়ান্ট। সাডেন ডেথের মাধ্যমে ম্যাচের ফয়সালা হয়েছে।

ইস্টবেঙ্গল রক্ষণকে চাপে ফেলতে পারে দিল্লি-রাজস্থান কাঁপানো বিদেশি!

পঞ্জাব এফসির বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় পাওয়া এই জয় মোহনবাগান ফুটবলারদের মনোবল বৃদ্ধি করবে। ময়দানের আলোচনায় প্রায়শই একটি শব্দ বন্ধ শোনা যায়, ‘চ্যাম্পিয়ন্স মেন্টালিটি’। একটা দোল কেমন পারফরম্যান্স করবে তার অনেকটা নির্ভর করে ফুটবলারদের মানসিকতার ওপর। মোহনবাগান যেভাবে নিজেদের দিকে ম্যাচের মোড় ঘুরিয়েছে তাতে দলের মনোভাব স্পষ্ট। ট্রফি জেতার জন্যই মাঠে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

গোল করে ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল পঞ্জাব এফসি। তারপর বাগানের গোল। পিছিয়ে পড়ার পর সেই গোল দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দিয়েছিল সবুজ মেরুন দলের কোচ হোসে মলিনার চওড়া হাসি। হোসে মলিনার কোচিংয়ে অন্যতম বৈশিষ্ট্য পাসিং ফুটবল। মনভির সিংয়ের গোলের সময় পাওয়া গিয়েছে সেই পাসিং ফুটবলের আভাস।

Advertisements

ইচ্ছা করে ডাবল সেঞ্চুরি করতে দেননি পাকিস্তানের অধিনায়ক! ১ ঘন্টা আগেই প্ল্যান চূড়ান্ত

পেনাল্টি শ্যুট আউটে মোহনবাগান ফুটবলাররা নিজেদের নার্ভের ওপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছিলেন। জেসন কামিন্স পেনাল্টি মিস করার পরেও সুপার জায়ান্ট ম্যাচ জিতেছে। আবারও নিজের গোলকিপিং দক্ষতার পরিচয় দিয়েছেন বিশাল কাইথ।

মোহনবাগান সুপার জায়ান্ট গত মরসুমের ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন দল। তারা এবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। খেতাব জয়ের মাঝে আর মাত্র দু’টো ম্যাচ।