Mohun Bagan SG: ব্যারাকপুরে আটকে গেল মোহন-তরী

   জয় দিয়ে কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024) শুরু করতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ব্যারাকপুরের মাঠে অমীমাংসিত ম্যাচ। ভবানীপুরের সঙ্গে…

mohun bagan shared points in cfl 2024 first match
  

জয় দিয়ে কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024) শুরু করতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ব্যারাকপুরের মাঠে অমীমাংসিত ম্যাচ। ভবানীপুরের সঙ্গে ১-১ স্কোরলাইনে ম্যাচ ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট।

Mohun Bagan: মোহনবাগানকে চাপে ফেললেন জিতেন মুর্মু

   

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। সাত মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন শিবাজিৎ সিং। খেলার শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে চেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। পাসিং ফুটবল খেলে আক্রমণে ওঠার চেষ্টা করেছিল মোহনবাগান।

অন্য দিকে ভবানীপুরও জোর দিয়েছিল পাসিং ফুটবলে। সেই সঙ্গে রক্ষণভাগ ও মাঝমাঠের সংযোগে ট্যাকটিক্যাল মুভমেন্টের ওপর জোর দিয়েছিল ভবানীপুর। খেলার বয়স যত বেড়েছিল বাগানের বিরুদ্ধে জাঁকিয়ে খেলার চেষ্টা করেছিল ভবানীপুর। দুই দলই আক্রমণ তুলে নিয়ে আসার চেষ্টা করেছিল দুই অর্ধ জুড়ে।

বিরতির এই অবশ্য দলকে সমতায় ফিরিয়েছিলেন জিতেন মুর্মু। স্কোরলাইন হয়েছিল ১-১। এরপর কোনও পক্ষই আর গোল করতে পারেনি। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গোল করলেন শিবাজিৎ সিং, ভবানীপুরের হয়ে জিতেন মুর্মু।

 

Mohun Bagan: মোহনবাগানের হয়ে ফ্রি-কিক থেকে গোল করলেন শিবাজিৎ

ভেজা মাঠে একাধিকবার ব্যাহত হয়েছিল খেলার গতি। চোটের কারণে দ্রুত ফুটবলার বদল করতে হয়েছিল ভবানীপুরকে। মোহনবাগানকে রোখার জন্য কিছু কড়া ট্যাকেল করেছিলেন ভবানীপুরের খেলোয়াড়রা। রেফারিকে দেখাতে হয়েছিল হলুদ কার্ড। ম্যাচের শেষের দিকে আক্রমণে ঝাঁঝ বাড়িয়েছিল ভবানীপুর। তবে গোল মুখ আর খোলেনি। ১-১ স্কোরলাইনেই শেষ হয়েছে ম্যাচ।