ডুরান্ড কাপের (Durand Cup) মঞ্চে শনিবার এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও ডায়মন্ড হারবার এফসি (DiamondHarbour FC)। ইতিমধ্যেই দুই ম্যাচে জয় পেয়েছে দুই দলই। তবুও গোল পার্থক্যের নিরিখে এগিয়ে আইলিগে প্রথমবার উন্নীত হওয়া ডায়মন্ড। তাই কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া নিয়ে আশঙ্কা রয়েই গিয়েছে দুই শিবিরের সামনেই। শেষ ম্যাচে যদি হোঁচট খায় হোসে মোলিনার দল, তাহলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। সেই কারণেই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচটিকে ‘ডু অর ডাই’ হিসেবেই দেখছেন সবুজ-মেরুন শিবির।
এই ম্যাচের আগে শহরে ফিরে এসেছেন অস্ট্রেলিয়ান তারকা দিমিত্রি পেত্রাতোস। সঙ্গে রয়েছেন জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন। অনুশীলনেও নামতে দেখা গিয়েছে তাঁদের। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথম একাদশে দেখা যাবে কি এই তিন তারকাকে?
হোসে মোলিনা অবশ্য সতর্ক। কোচ জানিয়েছেন, “কামিংস এবং ম্যাকলারেন এখনও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁদের ব্যবহার করা হতে পারে।” অর্থাৎ প্রথম থেকে না হলেও ম্যাচে ক্যামিও হিসেবে দেখা যেতে পারে এই দুই ফরোয়ার্ডকে।
দলে বেশ কয়েকটি চোট চিন্তা রয়েছে। চোটের জন্য এই ম্যাচে নামতে পারবেন না কিয়ান নাসিরি, মনবীর সিং, সুহেল ভাট ও আলবার্তো। সাসপেনশনের কারণে থাকবেন না দীপেন্দু বিশ্বাস। ফলে রক্ষণে বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়েছেন মোলিনা। এরই মধ্যে খুশির খবর বাগান শিবিরে। চলতি ডুরান্ডে মহামেডান ম্যাচে লাল কার্ড দেখা অপুইয়ার ওপর থেকে তুলে নেওয়া হয়েছে নির্বাসন। স্বভাবতই এদিন দলের সঙ্গে মাঠে নামতে আর কোন বাধা নেই।
মূলত তিন ডিফেন্ডারে রক্ষণ সাজাতে পারে মোহনবাগান। সম্ভাব্য রক্ষণভাগে থাকতে পারেন অভিষেক সিং টেকচাম, টম আলড্রেড ও আশিস রাই। এই ত্রয়ীকে নিয়েই রক্ষণ সামলাতে হবে সবুজ-মেরুন শিবিরকে।
মাঝমাঠে ফিরছেন ইনজুরি সারিয়ে উঠা আপুইয়া। তাঁর সঙ্গে দেখা যেতে পারে দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপাকে। দুই উইংয়ে ভরসা লিস্টন কোলাসো এবং সাহাল আবদুল সামাদ। এই দুই ফুটবলার দলের গতি ও সৃজনশীলতার বড় উৎস।
ফরোয়ার্ড লাইনে অনুপস্থিতির জেরে ভরসা জেসন কামিংস। তবে পুরো ম্যাচ খেলার মতো ফিট না হওয়ায়, তাঁকে দ্বিতীয়ার্ধে নামাতে পারে টিম ম্যানেজমেন্ট। পেত্রাতোসও শুরু থেকেই খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে ডাগআউটে তাঁর উপস্থিতিই বাড়াবে দলের মনোবল।
নতুন মরসুমে প্রিয় ফুটবলারদের সবুজ-মেরুন জার্সিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা। তাই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে শেষ আটে পৌঁছনোই একমাত্র লক্ষ্য মেরিনার্সদের।
Mohun Bagan SG will face off against Diamond Harbour FC in Durand Cup for Secure to next round