HomeSports Newsশীতকালীন উইন্ডোর আগে কোন বিদেশি ফুটবলারের দিকে ঝুঁকছে বাগান শিবির!

শীতকালীন উইন্ডোর আগে কোন বিদেশি ফুটবলারের দিকে ঝুঁকছে বাগান শিবির!

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) অপ্রতিরোধ্য গতি বজায় রেখেছে। কলকাতা ডার্বির ১১ দিন পর হায়দরাবাদ এফসিকে হারিয়ে চলতি মরশুমে জয়ের হ্যাটট্রিক করেছে মোলিনার দল। দলে আগত নতুন বিদেশি গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেনের দুরন্ত পারফরম্যন্স দেখে আসন্ন ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী দলের ফুটবলার থেকে সমর্থকরাও। এবার কোন নতুন বিদেশি ফুটবলারের (Footballer) দিকে ঝুঁকছে বাগান শিবির, অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন বাগান সমর্থকরাও।

“লড়াই এবার শুরু হল….” মহামেডান ম্যাচের আগে নতুন চ্যালেঞ্জ নিলেন অস্কার

   

কলকাতা ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ফের মাঠে নেমেছিল মেরিনার্সরা। গত বুধবার শুভাশীষদের প্রতিপক্ষ ছিল নিজাম শহরের দল হায়দরাবাদ এফসি। গত ম্যাচে মহামেডানকে ৪-০ গোলে হারানোর পর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল সিংটোর দল। সেকারণে ম্যাচের ফলাফল কী হবে, তা নিয়ে অনেকেই আশঙ্কায় ছিলেন। কিন্তু, পালতোলা নৌকার সামনে কার্যত চুরমার হয়ে গেল হায়দরাবাদ এফসি। ২-০ গোলে জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট। একটি করে গোল করলেন মনবীর সিং এবং শুভাশীষ বোস।

চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার রহস্য ফাঁস তালাল এবং দিমিত্রিয়সের

প্রসঙ্গত, মোহনবাগান জর্জিয়ার ফুটবলার (Georgian Footballer) গিওর্গি গভেলেসিয়ানকে (Giorgi Gvelesiani) নিয়ে আগ্রহী ছিল। যিনি পার্সেপোলিসের সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে ছিলেন। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য পার্সেপোলিস তাকে ১ বছরের চুক্তির সম্প্রসারণ দিয়েছে।

এটি বাগান শিবিরের জন্য একটি বড় ধাক্কা। কারণ সবুজ মেরুন কর্মকর্তাদের আশা ছিল গভেলেসিয়ান তাঁদের স্কোয়াডে যোগ দেবেন এবং দলের শক্তি বৃদ্ধি করবেন। সেক্ষেত্রে পার্সেপোলিসের সঙ্গে চুক্তি বাড়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এখন দেখা যাক, মোহনবাগান ভবিষ্যতে কোন নতুন খেলোয়াড়ের দিকে নজর দেয়।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular