বৃষ্টি বিঘ্নিত কলকাতায় ডার্বি ঘিরে পারদ চড়ছে যুবভারতীতে

শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টি শুরু হওয়ায়, ডার্বির (Derby) আগে সল্টলেক স্টেডিয়ামে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আবহাওয়া নিয়ে চিন্তিত সমর্থকরা। কয়েকমাস আগে যখন তিলোত্তমা হত্যার…

Mohun Bgan SG vs Mohammedan SC বৃষ্টি বিঘ্নিত কলকাতায় ডার্বি ঘিরে পারদ চড়ছে যুবভারতীতে

শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টি শুরু হওয়ায়, ডার্বির (Derby) আগে সল্টলেক স্টেডিয়ামে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আবহাওয়া নিয়ে চিন্তিত সমর্থকরা। কয়েকমাস আগে যখন তিলোত্তমা হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়েছিল গোটা রাজ্য থেকে দেশ। তখন আঁচ এসে পড়েছিল খেলার মাঠেও। নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছিল ডুরান্ড ডার্বি (Durand Derby)।

ডুরান্ড কাপের গ্ৰুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলার প্রধান দুই চিরপ্রতিদ্বন্দী ক্লাব ইস্টবেঙ্গল (East bengal) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। ডার্বি বাতিলের সিদ্ধান্তে প্রশাসনের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েছিলেন দুই দলের সমর্থকরা। সেই সব ভুলে আজ ফের ডার্বির (Derby) স্বাদ পেতে চলেছেন ফুটবল প্রেমীরা। যদিও এটা এক অন্য রকম ডার্বি। এই ডার্বিতে লড়াই হবে না ইস্ট-মোহনের মধ্যে।

   

Read More বজ্রবিদ্যুৎ সহ তুমূল বৃষ্টি, নিম্নচাপের জেরে পুজোতে ভাসবে বাংলা!

শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। কার্যত ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রথম মিনি ডার্বি দেখবেন ফুটবল সমর্থকরা। এবারই প্রথম আইএসএলে (ISL) খেলছে মহামেডান। টুর্নামেন্টে নতুন মরশুমের প্রথম ম্যাচ থেকে তাক লাগাচ্ছে সাদা-কালো ব্রিগেড। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির আবহে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও, এদিনের ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা। বাড়ছে টিকিটের চাহিদাও। যুবভারতী ক্রীড়াঙ্গনে মিনি ডার্বির অপেক্ষায় কলকাতার ফুটবল প্রেমীরা।

পার্কসার্কাস থেকে টিকিট কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা নাম প্রকাশে অনিচ্ছুকএক মহামেডান সমর্থক জানান, ” আমরা প্রথমবার আইএসএলে খেলছি। তবে আমাদের দল যেভাবে খেলছে, চেন্নাইয়িন এফসির মতো দলকে পরাজিত করছে। তাই বিশ্বাস করছি মোহনবাগানের বিরুদ্ধে আজকের ম্যাচ হারব না। খুব খারাপ হলে ফলাফল ড্র হতে পারে।”

Read More ইতালি দলে অভিষেক হল এই কিংবদন্তি পুত্রের

অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ন এফসিকে হারিয়ে মরশুমের প্রথম জয়ের মুখ দেখেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। তাই নিজেদের শহরে আইএসএলের প্রথম জয়ই লক্ষ্য দলের খেলোয়াড়দের। অন্যদিকে মোহনবাগান (Mohun Bagan SG) শেষ ম্যাচেই বেঙ্গালুরু এফসির কাছে ০-৩ গোলে হেরেছে। তাই আজকের ম্যাচ জিতে লিগ টেবিলে মহামেডানকে পিছনে ফেলে এগিয়ে আসতে মাঠে নামতে তৈরি মোলিনার ছেলেরা।

ম্যাচের আগের দিন মেটিয়াবুরুজ থেকে টিকিট কাটতে এসে এক বাগান সমর্থক জানান, “আগের মরসুমে, আমরা বেঙ্গালুরুকে হারিয়েছিলাম কিন্তু শেষ ম্যাচে তা হতে পারেনি। এটা ফুটবল কিন্তু আমি এই ম্যাচ নিয়ে আশাবাদী, আমরা জিতবো।”

Read More নাম বিভ্রাটে বয়কটের ডাক বাগান সমর্থকদের

প্রসঙ্গত উল্লেখ্য যে দুর্গা পুজোর মরশুমে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজকের ডার্বি ঘিরে হাসি ফুটেছে জর্সি বিক্রেতাদের মুখে। এক জার্সি বিক্রেতা জানান, ” বিক্রয় ঠিক আছে, তবে বৃষ্টির জন্য এর কিছুটা প্রভাব পড়েছে। বৃহস্পতিবার প্রবল বৃষ্টির কারণে তেমন বিক্রি করতে পারিনি। তবে ম্যাচ শুরুর আগে আশা করি ভালো দামে বিক্রি করতে পারব দুই ক্লাবের জার্সি।” তাই কলকাতা বৃষ্টি মুখর থাকলেও, দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা জানান দিচ্ছে আজকের ম্যাচে কাঁটা হয়ে দাঁড়াতে পারবে না বৃষ্টি।