এফসি গোয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলল মোহনবাগান, চর্চায় রইলেন রবসন

Mohun Bagan SG vs FC Goa closed door practice match ahead of AFC Champions League 2 group match

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু’র (AFC Champions League 2) গ্রুপ পর্বের লড়াই শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে একটি ক্লোজড ডোর প্রস্তুতি ম্যাচ খেলল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তবে জানা গিয়েছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হওয়া ম্যাচটি গোলশূন্যভাবে (০-০) শেষ হয়েছে। এদিন সবচেয়ে বেশি নজর ছিল নতুন ব্রাজিলীয় স্ট্রাইকার রবসন রবিনহোর (Robson Robinho) দিকে।

Advertisements

সম্মান না পেয়ে ছেড়েছিলেন শাহরুখের ফ্র্যাঞ্চাইজি! বোমা ফাটালেন IPL জয়ী অধিনায়ক

গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ডাবল করার পর এবার মোলিনার দল চায় আন্তর্জাতিক মঞ্চে সাফল্য। ১৬ সেপ্টেম্বর তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের এসিএল টু অভিযান। তার আগে এই প্রস্তুতি ম্যাচ দলের ফর্ম যাচাই করার বড় মঞ্চ ছিল।

ম্যাচের শুরু থেকে মোহনবাগান রক্ষণে যথারীতি ছিলেন মেহতাব সিং, টম অলড্রেড, অভিষেক সিং এবং আশিস রাই। মাঝমাঠে কিয়ান নাসিরি, দীপক টাংরি, আপুইয়া ও লিস্টন কোলাসো সক্রিয় ছিলেন। নম্বর ১০ পজিশনে খেলছিলেন সাহাল আব্দুল সামাদ, আর জেসন কামিন্স ছিলেন একমাত্র আক্রমণভাগে।

প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি সবুজ-মেরুন শিবির। দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন বাগান কোচ । সেক্ষেত্রে জানা গিয়েছে ৭০ মিনিটে মাঠে নামেন সুহেল, সূর্যবংশী ও শুভাশীষ বোস। উল্লেখযোগ্যভাবে দীর্ঘদিন পর মাঠে ফিরলেন বাগান অধিনায়ক। তাঁর প্রত্যাবর্তন রক্ষণে বড় ভরসা হতে চলেছে।

অভিষেক নাকি কুলদীপ? জিতেশের জায়গা পাকা! প্রথম একাদশ নিয়ে চিন্তিত গম্ভীর

Advertisements

৮০ মিনিটের দিকে মাঠে নামানো হয় রবসন রবিনহোকে। কামিন্সের জায়গায় নামেন ম্যাকলারেন, আর দিমি পেত্রাতোস আসেন সুহেলের বদলে। রবসন নামার কিছুক্ষণ পরেই একটি জোরালো শট নেন, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে প্রস্তুতি ম্যাচে তাঁর শরীরী ভাষা ও বল ধরার দক্ষতা কিছুটা আত্মবিশ্বাস জোগাতে পারে মোলিনাকে।

ওমান বধে আত্মবিশ্বাসী ভারত, প্লেয়ারদের কৃতিত্ব দিয়ে ঐক্যের বার্তা জামিলের

অন্যদিকে, গোয়ার পক্ষেও দেখা যায় রোটেশন ও পরীক্ষা-নিরীক্ষা। কারণ তারাও রয়েছে এসিএল টু-‘, যেখানে তাদের গ্রুপে রয়েছে রোনাল্ডোর আল নাসের, ইরাকের আল জাওরা এবং তাজিকিস্তানের ইস্তিকলোল। শক্ত গ্রুপে টিকে থাকতে হলে প্রস্তুতি ম্যাচে আরও ধারালো হতে হতো।

মোহনবাগানের গ্রুপে রয়েছে ইরানের সেপাহান, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের আহাল। প্রত্যেকটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। গ্রুপ পর্ব চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত, এরপর শুরু হবে নকআউট পর্ব।

Mohun Bagan SG vs FC Goa closed door practice match ahead of AFC Champions League 2