AFC Cup: মোহনবাগানের বিরুদ্ধে ‘ফাইনাল’ ম্যাচে নামার আগে প্রতিপক্ষের হুংকার

Mohun Bagan SG vs Dhaka Abahani

বাইশ আগস্ট মহারণ।  AFC প্রতিযোগিতার (AFC Cup) লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)এবং ঢাকা আবাহনী। (Dhaka Abahani) দুই শিবিরেই শুরু গিয়েছে প্রস্তুতি। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে দুই বাংলার অন্যতম প্রধান দুটি ক্লাব।

ঢাকা আবাহনীর অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার কর্ণেলিয়াস স্টুয়ার্ট। মূলত এশিয়ান প্রতিযোগিতার কথা মাথায় রেখে অভিজ্ঞ এই স্ট্রাইকারকে দলের সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। মোহন বাগান সুপার জায়ান্ট সম্পর্কে ওয়াকিবহাল স্টুয়ার্ট। তবে সবুজ মেরুন ব্রিগেডকে খুব বেশি এগিয়ে রাখছেন না তিনি। একই সঙ্গে নিজেদের আন্ডারডগ ভাবতেও তিনি নারাজ। বরং হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন লড়াই হবে সেয়ানে সেয়ানে।

   

মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে আবাহনীর কর্ণেলিয়াস স্টুয়ার্ট বলেছেন, “মোহন বাগান সুপার জায়ান্ট যে ভালো দল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ফলাফল খাতায় কলমে ঠিক হয় না। ম্যাচের দিন মাঠে যে দল ভালো খেলবে সেই দলই শেষ হাসি হাসবে। এই ম্যাচের জন্য আমরা শারীরিক এবং মানসিকভাবে তৈরি। ফাইনাল ম্যাচ খেলতে নামার মানসিকতা নিয়ে আমরা মাঠে নামবো। বাংলাদেশের গৌরবের জন্য আমরা নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রতিযোগিতার প্রাথমিক ম্যাচে দুই দলই জিতেছে বড় ব্যবধানে। দুই পক্ষেই রয়েছেন একাধিক নামী ফুটবলার, শক্তিশালী বিদেশি স্কোয়াড। সবুজ মেরুন জার্সি পরে প্রতিপক্ষের গোলের ঠিকানা খুঁজে পেয়েছেন জেসন কামিন্স। উল্টো দিকে গোলের মধ্যে রয়েছে কর্ণেলিয়াস স্টুয়ার্ট। বাইশ তারিখে ম্যাচে দুই শিবিরে এমন একাধিক ফুটবলার রয়েছেন যারা ব্যক্তিগত মুন্সিয়ানায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন