Calcutta League: লিগের প্রথম ম্যাচেই ৩-১ গোলে জয় সবুজ-মেরুনের

Mohun Bagan SG

গত কয়েক মরশুমে কলকাতা লিগে দল নামায়নি দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan SG)। তবে এবার মূলত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে খেলা ফুটবলারদের পাশাপাশি জুনিয়র ফুটবলারদের খেলানোর কথা শোনা গিয়েছিল দুই দলের কর্তাদের তরফ থেকে। সেইমতো আজ পাঠচক্রের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল দল। তবে এসেই জয় ছিনিয়ে নিল মোহনবাগান। নির্ধারিত সময়ের শেষে পাঠচক্র দলকে ৩-১ গোলে পরাজিত করে মোহনবাগান। তবে এ যেন অন্য মোহনবাগান। পরিচিত সমস্ত কিছু ভুলে নয়া ছন্দে খেলে সহজেই সভ্য সমর্থকদের মন জিতে নিয়েছে গোটা দল।

আসলে আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সাবধানী থেকেছে সুপারজায়ান্টস দলের ফুটবলাররা। মূলত ছোটো ছোট পাস খেলে প্রতিপক্ষের ডিফেন্সে চাপ সৃষ্টি করার পাশাপাশি মাঝে মাঝে থ্রু বল ধরে আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকেন এঙ্গসন সহ দলের অন্যান্য ফুটবলাররা। যারফলে, ম্যাচের ঠিক ১০ মিনিটের মাথাতেই উঠে আসে দলের প্রথম গোল। গোলদাতা সেই সুমিত রাঠি।

   

তবে সেখানেই শেষ নয় ম্যাচের বারো ও পনেরো মিনিটের মাথায় ও গোলের সুযোগ পায় সবুজ-মেরুন। তবে তা ফিনিশ করা সম্ভব হয়নি। তবে ১৯ মিনিটের মাথায় সমস্ত কিছু পুষিয়ে দিয়ে দলের হয়ে দ্বিতীয় গোল করে যান এঙ্গসন সিং। প্রথমার্ধের শেষে ম্যাচের ফলাফল থাকে ২-০ গোল।

<

p style=”text-align: justify;”>তারপর দ্বিতীয়ার্ধে ও শেষ চেনা ঝাঁঝ। পাঠচক্রের ডিফেন্সে ক্রমশ আক্রমণের ধার বাড়ানো হলেও গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না ফুটবলারদের পক্ষে। তবে সুযোগ বুঝে ঠিক তৃতীয় গোলটি তুলে নেয় সবুজ-মেরুনের টাইসন সিং। যারফলে, ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। কিন্তু ম্যাচের একেবারে শেষের দিকে দলের ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝির জেরে একটি গোল করে চলে যায় পাঠচক্র। তবে প্রথম ম্যাচে জয় আসায় অনেকটাই আত্মবিশ্বাসী বাগান ফুটবলাররা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন