Monday, December 8, 2025
HomeSports NewsMohun Bagan SG: ওড়িশাকে হারিয়ে ফাইনালে চলে গেল মোহনবাগান

Mohun Bagan SG: ওড়িশাকে হারিয়ে ফাইনালে চলে গেল মোহনবাগান

- Advertisement -

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ফাইনালে চলে গেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২-০ গোলে জয় লাভ করেছে সবুজ মেরুন ব্রিগেড। সেমিফাইন্যালের প্রথম লেগে জিতেছিলেন ওডিশা এফসি। ওডিশা জিতেছিল ২-১ গোলে। দুই দলের মধ্যে মাত্র এক গোলের ব্যবধান ছিল এদিনের ম্যাচ শুরু হওয়ার আগে। জেসন কামিন্স প্রথমে গোল করে ঘোচান ব্যবধান। এরপর ৯০+৩ মিনিটে গোল করে বাগানকে ফাইনালে যাওয়ার টিকিট উপহার দেন সাহাল আব্দুল সামাদ।

“আইএসএল ফাইনালে যাওয়ার জন্য মোহনবাগান ক্লাবের খেলোয়াড়, কোচ,কর্মকর্তা থেকে শুরু করে সমর্থকদের জানাই হার্দিক অভিনন্দন। ফাইনালের জন্য রইল আগাম শুভেচ্ছা। এ জয় শুধু মোহনবাগানের নয়, এ জয় সারা বাংলার জয়”, বলেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।

   

মোহনবাগান সুপার জায়ান্টের কোচ লোপেজ হাবাস যেমনটা চেয়েছিলেন হল তেমনটাই। অতিরিক্ত সময়ের আগেই শেষ হয়েছে খেলা। ম্যাচ নিজেদের পক্ষে বের করে নিয়েছেন তাঁর ছাত্ররা। যুবভারতীর ভরা গ্যালারিতে পয়সা উসুল ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা।

সেমিফাইন্যালের দ্বিতীয় লেগকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে চড়তে শুরু করেছিল উত্তেজনার পারদ। ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে স্টেডিয়াম সামনে ভিড় জমাতে শুরু করেছিলেন দর্শকরা। গরমকে উপেক্ষা করেই প্ৰিয় দলের জন্য সমানে গলা ফাটিয়েছেন বাগান সমর্থকরা।

হারলেও ভালো খেলেছে ওডিশা এফসি। প্রথম লেগের এক গোলের লিড ধরে রাখার জন্য মরিয়া ছিল সের্জিও লোবেরার ওড়িশা এফসি। খেলার গতি কিছুটা স্লো করে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল ওডিশা। ম্যাচের অন্তিম লগ্নে প্রতিপক্ষের পরিকল্পনা বানচাল করে দেন সামাদ। সুযোগ বুঝে বল জড়িয়ে দেন জালে। মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular