হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। গত বছর আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের মেলে ধরার খুব একটা সুযোগ না মিললেও এবার নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ সবুজ-মেরুনের। তাই এবারের ডুরান্ড কাপের পর থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা। সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো ভারতীয় ফুটবলারদের পাশাপাশি জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্সের মতো ফুটবলাররা ও রয়েছেন বর্তমানে দারুন ছন্দে।
এছাড়াও গত কয়েকদিন আগেই শহরে এসেছেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। তারপর গত মঙ্গলবার থেকেই নেমে পড়েছেন দলের অনুশীলনে। বলতে গেলে এএফসির মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার আগে এবার পূর্ণ শক্তিতে অনুশীলন চালাচ্ছে মেরিনার্সরা। সূচি অনুযায়ী দেখলে আগামী ১৬ই সেপ্টেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন শিবির। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আহাল এফসি। লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই চলে। সেইকথা মাথায় রেখেই নিজেদের সব রকম ভাবে প্রস্তুত করছেন দলের ফুটবলাররা।
সেই নিয়ে এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা গিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের যাত্রা শুরু করার পূর্বে আগামী ৯ই সেপ্টেম্বর মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে হোসে মোলিনার মোহনবাগান। হ্যাঁ ঠিকই শুনেছেন। এখনও পর্যন্ত ম্যাচের স্থান চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে কলকাতার বুকেই আয়োজিত হতে পারে এই প্রস্তুতি ম্যাচ। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে ম্যাচের সময় এবং ভেন্যু। পাশাপাশি এই ম্যাচে আদৌও সমর্থকরা উপস্থিত থাকতে পারবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত সিজনে ডুরান্ড কাপ হাতছাড়া হলেও ইন্ডিয়ান সুপার লিগের লিগ কাপের পাশাপাশি লিগ শিল্ড ঘরে তুলেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই সুবাদে এবার ও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছে শুভাশিস ব্রিগেড। গতবারের ভুল ত্রুটি শুধরে এবার সাফল্য পাওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের।