Mohun Bagan SG: গোয়ার ডিফেন্ডারকে টিমে নিয়ে সম্ভবত প্রীতমকে ছাঁটছে বাগান

গত আইএসএল মরশুমের মাঝামাঝি সময় থেকেই এফসি গোয়ার তারকা ডিফেন্ডার আনোয়ার আলির উপর নজর রাখতে শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan SG)৷

pritam kotal

গত আইএসএল মরশুমের মাঝামাঝি সময় থেকেই এফসি গোয়ার তারকা ডিফেন্ডার আনোয়ার আলির উপর নজর রাখতে শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan SG)৷ এরপর মরশুম শেষ হতেই তার সাথে কথাবার্তা শুরু করে আইএসএল জয়ীরা। গত কয়েকদিন আগে এফসি গোয়া থেকে তাকে ছিনিয়ে নিয়েছে মোহনবাগান।

যতদূর জানা গিয়েছে, দীর্ঘমেয়াদী চুক্তিতে তাকে দলে এনেছে কলকাতার এই প্রধান। যারফলে, আগত আইএসএল মরশুম থেকে দলের অন্যতম স্টপার হিসেবে থাকবেন এই ফুটবলার। তাহলে প্রশ্ন হল, এই নতুন মরশুম থেকে আদৌ কি প্রথম একাদশে সুযোগ পাবেন প্রীতম কোটাল (Pritam Kotal)? এই নিয়েই এখন দেখা দিয়েছে জোর জল্পনা।

   

উল্লেখ্য, একটা সময় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির তরফ থেকে ও প্রস্তাব পেয়েছিলেন উত্তরপাড়ার এই তারকা ফুটবলার। তবে সবুজ-মেরুনের সঙ্গে আরও ২ বছরের চুক্তি থাকায় সরাসরি না করে দেন তিনি। যা থেকে স্পষ্ট বোঝা যায় যে, আগামী আরও কয়েকটি মরশুম মোহনবাগান দলের হয়ে ফুটবল খেলতে চান প্রীতম কোটাল। কিন্তু তাকে নিয়ে কি ভাবছে ম্যানেজমেন্ট?

বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে কেরালা ব্লাস্টার্স দল থেকে হরমিপাম রুইভার সঙ্গে প্রীতম কোটালের সোয়াপ ডিল করতে ইচ্ছুক সবুজ-মেরুন। তা সত্যি হলে নতুন মরশুমে আর এই জার্সি পড়া হবে না বাগান অধিনায়কের। তা না হলেও আনোয়ার আলির মতো ফুটবলার কে বিরাট অঙ্কের নিরিখে দীর্ঘমেয়াদী চুক্তি করানোর ফলে ফেরেন্দোর প্রথম একাদশে প্রীতমের সুযোগ পাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

তবে এই সংক্রান্ত বিষয় নিয়ে এখনো কিছু জানানো হয়নি মোহনবাগান দলের তরফে। তবে বাগানের এই ট্রফি জয়ের অধিনায়ক তথা ঘরের ছেলেকে নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আপামর সবুজ-মেরুন সমর্থকরা।