Mohun Bagan SG: টার্গেট শিল্ড, সুনীলদের হারাতে বেঙ্গালুরু পৌঁছাল বাগান ব্রিগেড

Mohun Bagan Brigade

গত সিজেনের মতো এবারও জমজমাট হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। বহুদিনের লড়াই এরপর অবশেষে টুর্নামেন্টের শেষ ছয়ে নিজেদের স্থান পাকা করে নিয়েছে চেন্নাইন। পয়েন্টের ভিত্তিতে এগিয়ে থাকলেও আজ ইস্টবেঙ্গল পরাজিত হওয়ার পর পরবর্তী রাউন্ডের জন্য অনায়াসেই কোয়ালিফাই করে গিয়েছে ওয়েন কোয়েলের ছেলেরা।

Advertisements

অন্যদিকে, এবারের এই ফুটবল টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের দৌড়ে রয়েছে মুম্বাই সিটি এসছে থেকে শুরু করে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG )। গতবারের মতো এবারও এই খেতাব জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে রানবির কাপুরের মুম্বাই সিটি।

   

তবে খুব একটা পিছিয়ে নেই সবুজ-মেরুন ব্রিগেড। এক ম্যাচ কম খেলে কিছুটা হলেও অ্যাডভান্টেজ রয়েছে গতবারের আইএসএল জয়ীরা। তবে এই লড়াইয়ে টিকে থাকতে হলে আগামীকাল কান্তিরাভায় বেঙ্গালুরু এফসিকে পরাজিত করতে হবে তাদের। আচ্ছা খুব একটা সহজ না হলেও নিজেদের লড়াইটা দিতে মরিয়া বাগান ব্রিগেড। অসুস্থতার কারণে দলের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস অনুপস্থিতি রয়েছেন গত কয়েকদিন ধরেই। তার যথেষ্ট প্রভাব দেখা দিয়েছে দলের মধ্যে। তবু আগামীকালের ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়াই অন্যতম লক্ষ্য মেরিনার্সদের।‌

Advertisements

অন্যদিকে, এবারের আইএসএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে বেঙ্গালুরু এফসি।‌ গত ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে পরাজিত হওয়ার পর জিতেই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা থাকবে সুনীলদের।