HomeSports Newsছুটবে বিদেশিহীন পাল-তোলা নৌকা! ডুরান্ডের অভিযান শুরুতেই বাগানের কাঁটা মহামেডান

ছুটবে বিদেশিহীন পাল-তোলা নৌকা! ডুরান্ডের অভিযান শুরুতেই বাগানের কাঁটা মহামেডান

- Advertisement -

ডুরান্ড কাপে (Durand Cup 2025) নামার আগেই চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচের আগে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সবুজ-মেরুন শিবির। কোন বিদেশি ফুটবলার ছাড়াই ডুরান্ড কাপ ২০২৫ প্রথম ম্যাচ খেলতে নামবে ময়দানের এই প্রধান। ফলে, পুরোপুরি ভারতীয় খেলোয়াড়দের নিয়েই প্রথম দফার লড়াইয়ে নামছে মোহনবাগান। প্রথিপক্ষ কলকাতা ময়দানের আরেক প্রধান মহামেডান এসসি। যদিও এই ম্যাচের পরের দিন সকালেই কলকাতায় আসছেন প্রধান কোচ হোসে মোলিনা (Jose Molina) এবং ফুটবলার টম অলড্রেড।

৩১ জুলাই সন্ধ্যা ৭:০০ টায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহমেডান স্পোর্টিং ক্লাব। মিনি ডার্বি হিসেবে খ্যাত এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কিন্তু তার আগেই স্কোয়াড দেখে কিছুটা হতাশ সবুজ-মেরুন সমর্থকরা। মোহনবাগানের তরফ থেকে স্কোয়াড প্রকাশ করা হয়েছে, সেখানে নাম নেই একটিও বিদেশির। খেলবেন দেশীয় ফুটবলাররা। ঘোষিত স্কোয়াডে রয়েছেন বিশাল কাইথ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি-সহ ঘরোয়া লিগে খেলা দলের বাকি ফুটবলাররা।

   

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত সাহসী হলেও কিছুটা ঝুঁকিপূর্ণ। কারণ ময়দানে বাগানের প্রধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ইতিমধ্যেই তাদের প্রথম ম্যাচে বিদেশি খেলোয়াড়দের নিয়ে পূর্ণ শক্তির দল নামিয়ে সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে, মহামেডান স্পোর্টিং অবশ্য ফিফার নিষেধাজ্ঞার কারণে বিদেশি খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামতে বাধ্য হচ্ছে। তাদের গত ম্য়াচে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ২-১ ব্যবধানে হারলেও, পারফরম্যান্স নজর কেড়েছে।

এখন দেখার বিষয়, ভারতীয় তারকাদের উপর ভরসা করে ডুরান্ড কাপের লড়াই কতটা সফল হয় সবুজ-মেরুন শিবিরের। মিনি ডার্বিতে মহমেডানের বিরুদ্ধে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যেই নামবে মোহনবাগান। সমর্থকরাও চাইছেন, বিদেশিদের অভাব বুঝতে না দিয়ে দেশীয় তারকারাই যেন দেখিয়ে দেন তাঁদের প্রকৃত শক্তি।

Mohun Bagan SG start new season from Durand Cup 2025 without Foreign Footballer

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular