কলকাতা আবারও এক উত্তেজনাকর ফুটবল যুদ্ধের সাক্ষী হতে চলেছে। ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ঐতিহ্যবাহী ক্লাব। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এই ম্যাচ দিয়েই চলতি মরসুমে যাত্রা শুরু করতে চলেছে মোহনবাগান। আর এই ম্যাচই ইতিমধ্যেই শহরের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত হয়ে উঠেছে ‘মিনি ডার্বি’ হিসেবে।
২০২৫ মরসুমে মোহনবাগানের ডুরান্ড অভিযান শুরু হচ্ছে গোলরক্ষক বিশাল কাইথের (Vishal Kaith) নেতৃত্বে। প্রথম ম্যাচেই ক্যাপ্টেনের আর্মব্যান্ড উঠছে তাঁর হাতে। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও লক্ষ্য নিয়ে খোলামেলা আলোচনা করলেন বিশাল। তিনি বলেন, “একটা টিমকে নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়, কিন্তু কোচ ও ক্লাব যখন আমার উপর আস্থা রেখেছেন, তখন আমি আমার ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।”
বিশাল কাইথ আরও জানান, ব্যক্তিগত উন্নতির দিকেও তিনি নজর দিচ্ছেন।সেই প্রসঙ্গে বলেন, “প্রত্যেক বছর নিজেকে আরও ভালো করার চেষ্টা করি। গত বছর যেসব ভুল করেছি, সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবার আরও ভালো কিছু করতে চাই।”
সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ডুরান্ডের প্রথম ম্যাচে রক্ষণ ভাগের দুই বিদেশি টম ও রড্রিগেজের অনুপস্থিতির প্রসঙ্গও। জবাবে বিশাল বলেন, “টম-রড্রিগেজের মান ও অভিজ্ঞতা আলাদা, কিন্তু আমাদের দলে দীপক, দীপেন্দুর মতো ডিফেন্ডারও রয়েছে। তারা বহুদিন ধরে একসাথে খেলছে। তাই কম্বিনেশন তৈরিতে সমস্যা হবে না।” তিনি যোগ করেন, “আমরা একসাথে দীর্ঘ সময় ধরে খেলছি, তাই মাঠে বোঝাপড়ায় সমস্যা হওয়ার কথা নয়। প্র্যাকটিসেও সবাই ভালভাবে নিজেদের প্রস্তুত করছে।”
প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং। ঐতিহ্য ও ইতিহাসের দিক থেকে এই ম্যাচ নিয়ে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে। বিশাল কাইথ জানালেন, “যে কোনও টুর্নামেন্টে অংশ নিলে লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। তবে ধাপে ধাপে এগোতে হবে। প্রথম ম্যাচটাই এখন ফোকাসে।”
এদিনের প্রশ্নে উঠে আসে আসন্ন আইএসএল সিজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কথাও। বিশাল বলেন, “সত্যি বলতে এখনই কোনও ক্লিয়ার নির্দেশনা আসেনি। ফেডারেশন কী সিদ্ধান্ত নেবে, সেটা আমরা বলতে পারি না। তবে আমরা অনুশীলন শুরু করে দিয়েছি এবং ডুরান্ডে খেলছি, সেটাই এখন বড় বিষয়।” তিনি আরও বলেন, “ফুটবলার হিসেবে আমাদের কাজ মাঠে নামা, বাকি সিদ্ধান্ত ক্লাব ও ফেডারেশনের। আশা করছি দ্রুত আইএসএল শুরু হবে।”
মিনি ডার্বি ম্যাচের আগে দুই শিবিরেই প্রস্তুতির কমতি নেই। যুবভারতীর গ্যালারিতে উন্মাদনার প্রস্তুতিও সম্পূর্ণ। একদিকে মোহনবাগান, যারা ডুরান্ড ট্রফি নিজেদের ঘরে তুলতে চায় মরিয়া হয়ে, অন্যদিকে মহামেডান স্পোর্টিং, যাদের কাছে এই ম্যাচ মর্যাদার এবং মরণ-বাঁচন লড়াইয়ের।
Mohun Bagan SG start new season from Durand Cup 2025 under Vishal Kaith captaincy