লাল-হলুদ ব্রিগেডকে হারিয়ে ডুরান্ড জয় করার পর ইন্ডিয়ান সুপার লিগেও দারুণ ছন্দে আছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। তবে শুধু এই ফুটবল লিগ নয়, এবারের এএফসি কাপে ও অনবদ্য শুরু করেছে কলকাতার এই প্রধান। প্রথমে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসি থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা আবহনীকে ও পরাজিত করে গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করে নেয় মোহনবাগান।
সেই ফর্ম ধরা থাকে এএফসি কাপের গ্রুপ পর্বে। প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসিকে বড় ব্যবধানে পরাজিত করে সবুজ-মেরুন ব্রিগেড। সেই একইভাবে গত কয়েকদিন আগে নিজেদের ঘরের মাঠে মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়া ফুটবল ক্লাবকে পরাজিত করে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। সেই জয়ের ফলে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটাই প্রশস্ত হয়ে যায় মেরিনার্সদের। এবার আগামী ২৪ তারিখ বাংলাদেশের আরেক শক্তিশালী দল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে সবুজ-মেরুন। সেইমতো দলের ফুটবলারদের নিয়ে কঠোর অনুশীলন চালাচ্ছেন ফেরেন্দো।
বর্তমানে দুর্গা পুজোর আমেজে গোটা শহর মেতে উঠলেও নিজেদের লক্ষ্যে অবিচল মেরিনার্সরা। তবে জাতীয় শিবির থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন করতে মাঠে নামলেন না অধিনায়ক শুভাশিস বোস সহ অনিরুদ্ধ থাপা ও মনবীর সিং। মূলত ফিটনেস ট্রেনিং করতেই দেখা যায় দলের ফুটবলারদের। কারুর চোট আঘাতের সমস্যা না থাকলেও নিজেদের ঝালিয়ে নিলেন সকলে। আজ থেকে হয়ত বল পায়ে নামবেন সকলে।