CFL ট্রফি উন্মোচন প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন সাদা-কালো কর্তা

গত ১৫ শহর কলকাতায় পা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো। গত কয়েকমাস ধরে যার অপেক্ষায় ছিল গোটা শহরের ফুটবলপ্রেমী মানুষ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শোনা গিয়েছিল…

Calcutta Football League Trophy

গত ১৫ শহর কলকাতায় পা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো। গত কয়েকমাস ধরে যার অপেক্ষায় ছিল গোটা শহরের ফুটবলপ্রেমী মানুষ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শোনা গিয়েছিল যে অক্টোবরের প্রথমদিকেই ভারতে পা রাখবেন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান। কিন্তু বেশকিছু সমস্যার দরুণ আর আসা হয়ে ওঠেনি। তবে কিছুটা সময় পিছিয়ে এবার দেশে এসেছেন তিনি। আজ চলে যাবেন বাংলা দেশের রাজধানী ঢাকা। সেখানে একদিন কাটিয়ে চলে যাবেন ব্রাজিলে।

তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত দুইদিন ঠাসা পরিকল্পনা ছিল এই তারকার। ফুটবল অ্যাকাডেমি উদ্বোধন থেকে শুরু করে আহেরীটোলা ও শ্রীভূমির মতো পুজো প্যান্ডেলে আসা থেকে শুরু করে পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স স্কুলের অনুষ্ঠান হোক কিংবা প্রীতি ম্যাচ, সবেতেই ছিলেন তিনি। এমনকি এবারের কলকাতা লিগের নয়া ট্রফির উদ্বোধন ও এই ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ানের হাত দিয়ে করান আইএফএ কর্তারা। সেখানে যথারীতি ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলের কর্তারা উপস্থিত থাকলেও দেখা মেলেনি ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তাদের। অথচ এবার খেতাব উঠবে তাদের হাতেই। যা দেখে অবাক হয়েছিলেন সকলেই। এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন সাদা-কালো কর্তা ইশতিয়াক রাজু।

একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এমন পরিস্থিতির জন্য আমরা যেমন দুঃখ পেয়েছি, ঠিক তেমনভাবে আমাদের লাখো লাখো দর্শকদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। আমরা এই নিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। হিসেব মতো চ্যাম্পিয়ন হওয়ার পরেই ট্রফি আমাদের হাতে হ্যান্ড ওভার করে দেওয়ার কথা থাকলেও টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলির জন্য তা সম্ভব হয়নি। তবে গতকাল ট্রফি উন্মোচনের অনুষ্ঠান নিয়ে আইএফএ সেক্রেটারি অনির্বান দত্ত আমাকে ফোন করে এই অনুষ্ঠানের কথা বললেও তা সম্পূর্ণ ছিল মৌখিক।

এই সম্বন্ধিত ইমেল কিংবা কোনো নিমন্ত্রণ পত্র পাঠানো হয়নি বাংলার এই ফুটবল সংস্থার তরফ থেকে। তবে রোনাল্ডিনহো এসেছিলেন। যিনি ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান। তবে আমাদের তরফ থেকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে আমরা কেউ শুধুমাত্র ট্রফি দেখার জন্য যাবো না।” আসলে পূর্ব তথ্য অনুযায়ী, রোনাল্ডিনহোর হাত দিয়ে সাদা-কালো শিবিরের হাতে ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও আদতে তা করা হয়নি। যা নিয়ে ক্ষিপ্ত সাদা-কালো সমর্থকদের একাংশ।