Mohun Bagan SG: এখন এশিয়ার সেরা দল তৈরির লক্ষ্য মোহনবাগানের

Mohun Bagan SG Sanjiv goenka

শেষ আইএসএল মরশুমে চূড়ান্ত সাফল্য পেয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan SG) দল। যা দেখে খুশি আপামর সবুজ-মেরুন জনতা। তবে সেখানেই থেমে থাকতে চান না দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। ভারতসেরার গন্ডি ছাড়িয়ে এবার এশিয়ার সেরা দল তৈরির করার পরিকল্পনা তার। সেইমতো বিশেষ প্ল্যান নিয়ে কাজ করছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

তারই প্রথম পদক্ষেপ অনুসারে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে আর্মান্দো সাদিকু ও জেসন কামিন্সের মতো তারকা ফুটবলারদের। যা দেখে চোখ কপালে ওঠার পরিস্থিতি পড়শী ক্লাবের। কিন্তু এখানেই শেষ নয়, দলের সাফল্যের কথা মাথায় রেখে খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে একেবারে চূড়ান্ত সম্মতি দিয়েছেন গোয়েঙ্কা।

   

বিশেষ সূত্র মারফত খবর, সবুজ-মেরুন দলের পারফরম্যান্সের উন্নতি করনে খেলোয়াড় নির্বাচনের জন্য নাকি অলআউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন এই কর্নধার। সেক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে নাকি কোনো রকমের সমস্যা দেখা দেবে না তাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ঠিক এমনটাই ইঙ্গিত এসেছে। অর্থাৎ যেনো তেনো ভাবে সবুজ-মেরুন কে এশিয়া সেরা করতে চাইছেন তিনি।

তবে কাজটা যে মোটেও সহজ হবে না তা ভালোই বুঝতে পারছেন তিনি। কারন যোগ্যতা অর্জন পর্বের গন্ডি টপকে গ্রুপ পর্বের ছাড়পত্র পেতে হলে বেশকিছু ম্যাচ জিততে হবে তাদের। যার মধ্যে রয়েছে নেপালের মাচিন্দ্রা এফসি, ভুটানের পারো এফসিএফসির মতো দল। তাদের হারাতে পারলে বাংলাদেশের ঢাকা আবাহনী ও মালদ্বীপ ঈগলসের মুখোমুখি হতে হবে মোহনবাগান সুপারজায়ান্ট কে।

সেখানে সাফল্য পেলেই মিলবে এএফসি কাপের গ্রুপ পর্ব খেলার ছাড়পত্র। সেক্ষেত্রে তাবড় তাবড় খেলোয়াড় প্রয়োজন সবুজ-মেরুনের। যারা এশিয়ার শক্তিশালী দল গুলির খেলোয়াড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ক্ষমতা রাখবে। পাশাপাশি তাদের পরাজিত করতে পারবে। সেই মর্মে সাদিকু ও কামিন্স কে দলে টেনে পরিকল্পনা মাফিক কাজ শুরু হয়েছে ম্যানেজমেন্টের। আগামী দিনে এই হাইপ্রোফাইল খেলোয়াড়দের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন