চ্যাম্পিয়ন হয়েই গত সিজন শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হাতছাড়া হলেও পরবর্তীতে ঠিক ঘুরে দাঁড়িয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। শেষ পর্যন্ত দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে নয়া ইতিহাস সৃষ্টি করে মোহনবাগান। বলতে গেলে ভারতবর্ষের প্রথম দল এক মরসুমে হিসেবে লিগ কাপ জয় করার পাশাপাশি লিগ শিল্ড ঘরে তুলে নিয়েছিল সবুজ-মেরুন। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। এই সাফল্যের সুবাদে এবার ও এএফসির মঞ্চে প্রতিনিধিত্ব করবে মোহনবাগান দল। আগেরবার আন্তর্জাতিক ক্ষেত্রে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও এবার সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ।
সেক্ষেত্রে দলের অধিকাংশ পুরনো ফুটবলারদের উপরেই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। তবে গতবারের ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য কয়েকজন ভারতীয় ফুটবলারদের পাশাপাশি এক বিদেশি ফুটবলারকে যুক্ত করা হতে পারে দলের সঙ্গে। সেইমতো কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো তাঁদের নাম ঘোষণা করে দেবে মোহনবাগান। এখন সেদিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। এখনও পর্যন্ত দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের সময় সূচি নিয়ে ধোঁয়াশা থাকলেও ডুরান্ড কাপ থেকেই নিজেদের ছন্দ বজায় রাখতে চাইবে সবুজ-মেরুন।
যতদূর খবর, এক্ষেত্রে আগামী ২৫ শে জুলাইয়ের মধ্যেই শহরে এসে যাওয়ার কথা দলের অধিকাংশ ভারতীয় ফুটবলারদের। তারপর আগামী ২৬শে জুলাই থেকে শুরু হতে পারে প্রি-সিজন। তারপর সব ঠিকঠাক থাকলে আগামী ১লা আগস্টের মধ্যেই শহরে চলে আসতে পারেন সবুজ-মেরুনের সকল বিদেশি ফুটবলাররা। যারফলে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মূলত রিজার্ভ দলের ফুটবলারদের খেলতে দেখা গেলেও পরবর্তীতে স্কোয়াডে যুক্ত করা হতে পারে সিনিয়র ফুটবলারদের। তারপর দল নক আউটে পৌঁছালে সিনিয়র দলের সিংহভাগ ফুটবলারদের খেলাতে পারে বাগান ব্রিগেড।
এসবের মাঝেই নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন বাগানের তারকা মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি স্টোরি আপলোড করেন জাতীয় দলের এই ফুটবলার। যেখানে জিম সেশনে গা ঘামাতে দেখা যায় তাঁকে। নয়া সিজনে দুরন্ত ছন্দে ধরা দেওয়াই এখন প্রধান লক্ষ্য এই ফুটবলারের।