বিকেলে গন্তব্য হায়দরাবাদ, সকালের অনুশীলনে ব্যস্ত বাগান শিবির

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) চলতি মরশুমে ভালোই পারফর্ম করছে গত মরশুমের লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যদিও মরশুমের শুরুটা প্রত্যাশামতো হয়নি…

Mohun Bagan SG practice Session

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) চলতি মরশুমে ভালোই পারফর্ম করছে গত মরশুমের লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যদিও মরশুমের শুরুটা প্রত্যাশামতো হয়নি সবুজ-মেরুন শিবিরের, তবে ধীরে ধীরে নিজের ছন্দে ফিরেছে এই ক্লাব। বিশেষ করে প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে মোলিনার দলে।

অগ্নিমূল্য বাজারে থিম্পুতে দড় হাঁকাচ্ছে কে পদ্মার ইলিশ নাকি গঙ্গার ইলিশ!

শেষ ম্যাচে প্রাচীন প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের অনেকটাই উপরে উঠে এসেছে মোহনবাগান, যা তাঁদের পরবর্তী ম্যাচে শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের প্রত্যাশা আরও উঁচুতে নিয়ে গিয়েছে। আজ বিকেলে হায়দরাবাদের উদ্দেশে রওয়না দেবেন সবুজ-মেরুন ব্রিগেডের ফুটবলাররা। তার আগে আজ সকালে জোড় কদমে অনুশীলন করলেন শুভাশীষরা।

Advertisements

এএফসিতে ভাগ্য নির্ধাণের ম্যাচে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ

মঙ্গলবার সকাল থেকেই যুবভারতী স্টেডিয়ামে অনুশীলন করতে নেমেছিলেন বাগান শিবিরের ফুটবলাররা। এদিন মূলত তাঁরা মাঠের অনুশীলনের থেকে শারীরিক অনুশীলনে জোড় দিয়েছিলেন বলে জানা গিয়েছে। এদিন অপুইয়া এবং আশীষ রাইকে জোড় কদমে অনুশীলন করতে দেখা যায়। তাই কার্যত হায়দরাবাদের বিরুদ্ধে কোন দিকেই খামতি রাখছেন না কোচ মোলিনা। এরপর অনুশীলন শেষে পুরের সেখান থেকেই তাঁরা বিমানবন্দরের উদ্দেশে বেরিয়ে যান। অনুশীলন থেকে বেরোনোর সময় সমর্থকদের সঙ্গে ফটো তোলেন ম্যাকলেরিন, কামিন্সরা।