Mohun Bagan SG: কবে থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান? জেনে নিন

ATK Mohun Bagan

আসন্ন আইএসএলের কথা মাথায় রেখে দলবদলের বাজারে চমক দিতে তৈরি প্রত্যেকটি ক্লাব। বাদ নেই গতবারের আইএসএল জয়ী দল মোহনবাগান (Mohun Bagan SG)। গতবারের তুলনায় এবার আরও শক্তিশালী দল তৈরিতে মরিয়া তাদের ম্যানেজমেন্ট। সেইমতো কামিন্স সহ একাধিক দেশি-বিদেশী তারকাদের দলে টানতে চাইছে সবুজ-মেরুন শিবির। আগত আইএসএলের পাশাপাশি এএফসি কাপে সাফল্য পাওয়াই তাদের লক্ষ্য। তবে তার আগে কলকাতা লিগের দিকে নজর দিতে চায় বাগান ব্রিগেড। গত কয়েক বছর পর এবার ফের কলকাতা লিগে অংশ নিয়েছে দুই প্রধান।

যতদূর জানা গিয়েছে, ময়দানের এই লিগের কথা মাথায় রেখেই আগামী ১১ জুন থেকে অনুশীলনে নামছে সবুজ-মেরুন। তবে এবার আর হুয়ান ফেরেন্দো নয়। দলের দায়িত্ব সামলাবেন তার দেশীয় সহকারী বাস্তব রায়। গত কয়েকদিন আগে রোমা কে সরিয়ে জুনিয়র দলের দায়িত্ব তার হাতেই তুলে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। তাই তার নেতৃত্বেই কলকাতা লিগে দল নামাবে মোহনবাগান। আগামী ২৫ তারিখ পাঠচক্রের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন তার আগে দল নিয়ে বেশ কিছুদিন অনুশীলন চালাতে চান বাগানের জুনিয়র দলের কোচ।

   

তবে এবার আর সিনিয়র দল নয়। বাগান সচিব দেবাশীষ দত্তের কথা অনুযায়ী, আসন্ন এই ফুটবল টুর্নামেন্টে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ ও নেক্সটজেন কাপ খেলা ফুটবলারদের কেই খেলানোর কথা ভাবছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। যারফলে, এবার প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে সুহেল- ফারদিন ও এঙ্গসনদের। তবে ডার্বি ম্যাচের মতো পরিস্থিতি তৈরি হলে কিয়ান সহ অন্যান্য ফুটবলারদের নামানোর কথা ভাবতে পারে মোহনবাগান ক্লাব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন